× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক কারবারিকে ছেড়ে দেওয়ায় চার পুলিশ সদস্য অবরুদ্ধ

রংপুর অফিস

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ২৩:০৯ পিএম

রংপুরের গঙ্গাচড়ায় মধ্যরাতে অভিযানে গিয়ে জনতার রোষানলে পড়ে পুলিশের চার সদস্য। প্রায় আড়াই ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ায় মধ্যরাতে অভিযানে গিয়ে জনতার রোষানলে পড়ে পুলিশের চার সদস্য। প্রায় আড়াই ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় টাকার বিনিময়ে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগে চার পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (১১ অক্টোবর) রাতে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের গাউছোয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে ওই পুলিশ সদস্যরা আড়াই ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যসহ ওসি ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) একরামুল, সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেলসহ চার পুলিশ সদস্য বুধবার রাত সাড়ে ১২টার দিকে গাউছোয়া বাজার এলাকায় মাদক কারবারি মনতাজ ও তার স্ত্রী আরজিনাকে ফেনসিডিলসহ আটক করে। এর কিছুক্ষণ পর ৫০ হাজার টাকার বিনিময়ে মনতাজকে ছেড়ে দিয়ে আরজিনাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী ওই চার পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেনসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধদের উদ্ধার করেন।

গাউছোয়া বাজারের বাসিন্দা আলমগীর হোসেন, মঞ্জুম আলী পিন্টুসহ কয়েকজন বলেন, রাত ১২টার দিকে বাজারে চায়ের দোকানে ১৫-২০ জন চা খাচ্ছিলাম। এমন সময় দেখি মাদক ব্যবসায়ী মনতাজ ও তার স্ত্রী আরজিনা বেগমকে বাজার থেকে ফেনসিডিলসহ আটক করে তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে। এর একটু পর মনতাজ ফোনে ৫০ হাজার টাকার বিনিময়ে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে এবং দ্রুত তার স্ত্রীকে জামিনে বের করে আনতে হবে এমন কথা বলছিল। পুলিশ সদস্যরা মনতাজের স্ত্রীকে থানায় নিয়ে যেতে থাকলে মনতাজকে ছেড়ে দেওয়ার বিষয়টি এলাকাবাসী জানতে চায়। এতে তারা কোনো সদুত্তর দিতে না পারায় এলাকাবাসী ওই চার পুলিশ সদস্যকে আটক করে।

টাকা নিয়ে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করে গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বলেন, ‘বাড়িতে পুলিশ অভিযান চালানোর সময় কৌশলে মনতাজ পালিয়ে যায়। তবে বৃহস্পতিবার সকালে রংপুর মহানগরীর কেরামতিয়া মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা