× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলবায়ু রক্ষার বার্তা নিয়ে এলো ভারতীয় ১৬ সাইক্লিস্ট

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ২২:৫১ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৩ ২২:৫১ পিএম

জলবায়ু রক্ষার বার্তা নিয়ে এলো ভারতীয় ১৬ সাইক্লিস্ট

জলবায়ু রক্ষার বার্তা নিয়ে বাংলাদেশে এসেছে ভারতের আগরতলার ১৬ সদস্যের একটি সাইক্লিস্ট দল। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগত ভারতীয় সাইক্লিস্ট দলকে স্বাগত জানান কুমিল্লার সাইক্লিস্ট দল, ব্রাহ্মণবাড়িয়া রানার্স, আখাউড়া রানার্স-এর সদস্যরা।

‘ওয়ান আর্থ, ওয়ান নেশন, ওয়ান ফিউচার’ স্লোগানকে সামনে রেখে ভারত থেকে আসা দল ও কুমিল্লার সাইক্লিস্টরা মোট পাঁচ জেলায় জলবায়ু রক্ষাসহ নানা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করবে। 

ভারতীয় দলটি আখাউড়া শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ থেকে প্রথম প্রচারণা শুরু করে। সেখানে কলেজের অধ্যক্ষ ওয়াহিদ সারোয়ার ও ভারতীয় সাইক্লিস্টদের পক্ষে দেবব্রত বক্তব্য দেন।

আখাউড়া রানার্সের ফেসবুক গ্রুপ অ্যাডমিন মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশে আগত ভারতীয় সাইক্লিস্টদের আমরা স্বাগত জানাই। তাদের এ উদ্যোগ জলবায়ুসহ অন্যান্য বিষয়ে সবার সচেতনতা গড়তে সহায়তা করবে।

ব্রাহ্মণবাড়িয়া রানার্সের অ্যাডমিন আলী আহাদ রতন বলেন, আমরা তাদের এ উদ্যোগের সফলতা কামনা করি। 

ভারতীয় সাইক্লিস্ট দলের নেতা ত্রিপুরা আর্ট কলেজের সহকারী অধ্যাপক গোপেশ দেবনাথ বলেন, সম্প্রতি অনুষ্ঠিত জি টুয়েন্টি সম্মেলনে ‘ওয়ান আর্থ, ওয়ান নেশন, ওয়ান ফিউচার’-এর আলোকে আমাদের এ প্রচারণার চিন্তা। আমরা ভিন্ন দেশে বাস করলেও পৃথিবী একটাই, এটার ভবিষ্যৎ রক্ষায় আমাদেরই কাজ করতে হবে।

ভারতীয় দলটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা হয়ে নবীনগর-বাঞ্ছারামপুরের পথ ধরে নারায়ণগঞ্জ, সেখান থেকে ঢাকা হয়ে কুমিল্লা ও চাঁদপুরে যাবে। কুমিল্লায় একটি মাদকবিরোধী সমাবেশ শেষে বিবিরবাজার বন্দর দিয়ে ১৬ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা