নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ২২:৩৫ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩ ২৩:০৬ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নীতিনির্ধারণী পর্যায়ের কেন্দ্রীয় নেতারাও এ সমাবেশে অংশ নেবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ সমাবেশটিকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।
আয়োজন সংশ্লিষ্টরা জানান, এ সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে কাজ করেছেন তারা। এজন্য এরই মধ্যে জেলার প্রতিটি থানা আওয়ামী লীগের উদ্যোগে একাধিক কর্মিসভাও অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, এ সমাবেশে কেন্দ্রীয় নেতাদের সামনে সাংগঠনিক সক্ষমতা দেখানোর পাশাপাশি একটি দাবি তুলে ধরা হবে। দাবিটি হচ্ছে, আগামী নির্বাচনে জেলার পাঁচটি আসনেই যেন নৌকা মার্কার প্রার্থী দেওয়া হয়। বর্তমানে নারায়ণগঞ্জের দুটি আসন জাতীয় পার্টির (জাপা) দখলে রয়েছে। জোটগত সমীকরণের কারণে ওই দুটি আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনটি গত দুই নির্বাচনে এবং নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) তিনটি নির্বাচনে জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ।
তৃণমূলের নেতারা বলছেন, ভোটব্যাংক না থাকলেও জোটগত কারণে দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির নেতারা ওই দুই আসনে সংসদ সদস্য (এমপি) হয়ে আসছেন। এতে আসনগুলোতে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে। দল ক্ষমতায় থাকার পরও এই তিন উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টির নেতাদের হাতে বিভিন্নভাবে হয়রানি ও বঞ্চনার শিকার হচ্ছেন। তাই আগামী নির্বাচনে তারা এই দুই আসনে জাতীয় পার্টিকে ছাড় দিতে চান না।
স্থানীয় নেতাকর্মীদের এই চাওয়ার প্রতি সহমত জানিয়ে সাম্প্রতিক বিভিন্ন সভা-সমাবেশে জেলার প্রতিটি আসনে নৌকার প্রার্থীর দাবি জানিয়ে আসছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা।
মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমাদের সব সময়ের দাবি ছিল নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই যেন নৌকার সংসদ সদস্য থাকেন। আগামী নির্বাচনেও আমাদের একই দাবি থাকবে। বিশেষ করে যেখানে আওয়ামী লীগ গঠনে ঐতিহাসিক নারায়ণগঞ্জের ভূমিকা রয়েছে, সেখানে সদর-বন্দর নিয়ে গঠিত গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জ-৫ আসনটিতে অবশ্যই নৌকার প্রার্থী মনোনীত করার দাবি রাখি। কাঁচপুরের সমাবেশে দলের সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন। সুযোগ পেলে অবশ্যই তার কাছে পাঁচ আসনে নৌকার প্রার্থী দেওয়ার দাবি উত্থাপন করব।
নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান এমপি নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সেলিম ওসমান। তার বড় ভাই নাসিম ওসমান ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এ আসনের এমপি নির্বাচিত হন। নাসিমের মৃত্যুর পর উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে সেলিম প্রথমবার এমপি নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনেও ফের এমপি নির্বাচিত হন তিনি। নারায়ণগঞ্জ-৩ আসনেও পরপর দুই মেয়াদে এমপি হিসেবে আছেন জাতীয় পার্টির নেতা লিয়াকত হোসেন খোকা।