× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার গদি রক্ষার জন্য দেশকে বাজি ধরেছে : জোনায়েদ সাকি

রংপুর অফিস

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩ ২০:৩৭ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৩ ২২:০৬ পিএম

রংপুরে পাবলিক লাইব্রেরি হলরুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জোনায়েদ সাকি। প্রবা ফটো

রংপুরে পাবলিক লাইব্রেরি হলরুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জোনায়েদ সাকি। প্রবা ফটো

সরকার গদি রক্ষার জন্য দেশকে বাজি ধরেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, ’দিশেহারা সরকার দমন-পীড়নের জন্য পুলিশ বাহিনী, গুণ্ডা বাহিনীকে কাজে লাগাচ্ছে। এতে করে তারা দেশকে আন্তর্জাতিক পর্যায়ে হুমকির মুখে ফেলেছে।’

বুধবার (১১ অক্টোবর) বিকালে রংপুরে পাবলিক লাইব্রেরি হলরুমে ‘বাংলাদেশে গণতন্ত্রের সংগ্রাম ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ৩১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

জোনায়েদ সাকি বলেন, ’অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী আচরণ, মানবাধিকার লঙ্ঘন করতে থাকার কারণে আমরা দেখছি বাংলাদেশের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা, ভিসানীতি, বিধি-নিষেধ আসছে। ইউরোপ-আমেরিকায় আমাদের ৭৫ শতাংশ বাজার রয়েছে। সেগুলো এখন হুমকির মুখে রয়েছে। গদির জন্য দেশকে বাজি ধরা জনগণ মেনে নেবে না। রাজনৈতিক উত্তোরণে শান্তিপূর্ণভাবে বিরোধী দল যে দাবি করে আসছে, এই পথে না হাঁটলে সরকারকে জনরোষ মোকাবিলা করতে হবে। জনগণের উত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারকে পরাজয় বরণ করতে হবে।’ 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, ’এ দেশে সংগ্রামের ইতিহাস রয়েছে। মানুষ অধিকার আদায়ে নিজেদের প্রাণ দিয়ে লড়াই করবে। সেই লড়াইয়ে সরকারকে মাথা নত করতে হবে। তাই আজ সরকারের মাঝে আতঙ্ক দেখতে পাচ্ছি। একদিকে জনগণের উত্থান হচ্ছে, আন্দোলনে জনগণ ফুঁসে উঠছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলেও সরকারের প্রতি সমর্থন নেই।’  

অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে তিনি বলেন, ’একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলে আমরা সরকারের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের আলোকে বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। সংসদে সরকারের হাতে যেহেতু সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই তারা চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের বিল পাস করতে পারে।’      

সরকার বিচার বিভাগকে ফরমায়েশি সাজার হাতিয়ার বানিয়েছে বলেও অভিযোগ করেন সাকি। তিনি বলেন, ’একটি দেশ ও জনগণের কাছে বিচার বিভাগই হচ্ছে শেষ ভরসার স্থল। যখন সরকার অত্যাচারী হয় বা নানাভাবে আইনের লঙ্ঘন হয়, তখন বিচার বিভাগের কাছে মানুষ আশ্রয় নেয়। সরকার বিচার বিভাগকে প্রভাবিত করছে। বিচার বিভাগকে ফরমায়েশি সাজার হাতিয়ার হিসেবে পরিণত করা হয়েছে। বিচার বিভাগকে ব্যবহার করে পুরো রাষ্ট্রব্যবস্থাকে ভয়ংকর বিপদের দিকে ঠেলে দিয়েছে সরকার।’ 

মাথায় ইউরেনিয়াম ঢেলে দেওয়ার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘মাথায় ইউরেনিয়াম ঢেলে দেব, তলে তলে আপস হয়ে গেছে, দিল্লি আছে আমরা আছি ইত্যাদি সরকারের দায়িত্বশীল নেতাদের কথায় জনগণ বুঝতে পেরেছে তারা কতটা দেউলিয়া হয়ে গেছে। তারা বিরোধী দলের নেতাদের শারীরিক হুমকি দিচ্ছে, বিদেশিদের মন্তব্য নিয়ে নানা কটু কথা বলছে। জনগণ বুঝেছে সরকারের পায়ের তলায় মাটি নেই।’ 

এ সময় গণসংহতি আন্দোলনের রংপুর জেলা আহ্বায়ক তৌহিদুর রহমানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা