× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩ ১৮:৩০ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৩ ১৯:১২ পিএম

জেলা ও দায়রা জজ আদালত। প্রবা ফটো

জেলা ও দায়রা জজ আদালত। প্রবা ফটো

চাঁদপুর ফরিদগঞ্জের মিরপুর গ্রামে যৌতুকের জন্য শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও একবছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান এই রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামির নাম- মাসুদ আলম ঢালী। তিনি উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সায়েদুল ইসলাম বাবু প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বাক্ষ্যগ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা এবং আসামি তার অপরাধ স্বীকার করায় আদালত এই রায় দেন। তবে আসামি জামিন নিয়ে পলাতক আছেন।

এজাহার সূত্রে জানা গেছে, মাসুদ আলম ঢালী ও সেলিনা বেগমের ১৯৯৮ সালে বিয়ে হয়। এর পর থেকেই তাদের মধ্যে যৌতুক নিয়ে কলহ চলছিল। ২০০৮ সালের ৭ এপ্রিল মাসুদ শ্বাসরোধ করে সেলিনাকে হত্যাচেষ্টা করে এবং মারধর করে। পরে সেলিনা ঘরের কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির লোকজন ও স্বজনরা সেলিনাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৮ এপ্রিল বিকালে সেলিনা মারা যান।

এই ঘটনায় সেলিনার মা আয়েশা বেগম ২০০৮ সালের ৫ জুলাই ফরিদগঞ্জ থানায় মাসুদ আলম ঢালীসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুভাষ কান্তি দাস ২০০৮ সালের ৭ আগস্ট আদালতে চার্জশিট জমা দেন।

মাসুদ-সেলিনা দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা