× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকেরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কেন্দ্রীয় যুবলীগ নেতা বাদশার মতবিনিময়

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ২১:৫২ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ২২:২২ পিএম

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন যুবলীগের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা। প্রবা ফটো

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন যুবলীগের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা। প্রবা ফটো

বাকেরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন যুবলীগের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সরকারের অভাবনীয় উন্নয়ন আর্থসামাজিক অগ্রগতি ও সামগ্রিক সমৃদ্ধির কথা তুলে ধরে বিশ্বাস মুতিউর রহমান বাদশা বলেন, ’দুর্ভাগ্যজনক হলেও সত্যি বর্তমান সরকারের ঈর্ষণীয় সাফল্য গোটা দেশে ব্যাপক উন্নয়ন হলেও আমাদের বাকেরগঞ্জে কাঙ্ক্ষিত কিংবা সমান্তরাল উন্নয়ন হয়নি। দ্রুত টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতির বিপুল সম্ভাবনার সকল উপাদান এই জনপদে বিরাজমান থাকা সত্ত্বেও বাকেরগঞ্জ অনেকটা পিছিয়ে রয়েছে।’

তিনি আরও বলেন, ’নদীর তীরবর্তী অঞ্চল হিসেবে বড় বড় শিল্প কলকারখানা এখানে সহজেই গড়ে উঠতে পারত। কিন্তু এসব বাস্তবায়নে দূরদর্শী পরিকল্পনা, সদিচ্ছা ও আন্তরিকতার অভাব পরিলক্ষিত হচ্ছে।’

যুবলীগের এ নেতা বলেন, ’সঙ্গত কারণেই আর্থসামাজিক অগ্রগতি, আত্মকর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জন থেকে এখানকার সাধারণ জনগণ বহুল অংশে পিছিয়ে আছে। ঐতিহ্য সমৃদ্ধ বাকেরগঞ্জ একসময় জেলা ছিল। বাকেরগঞ্জের সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন এখন সময়ের দাবি।’ 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মনির মুন্সী, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইরতিজা হাসান ফয়সাল, জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল ইসলাম নোমান, উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক সেলিম শিকদার, আওয়ামী লীগ নেতা মো. মনির আহমেদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমাম হোসেন সিকদার, বীর মুক্তিযোদ্ধা জলিল সিপাহী, রঙ্গশ্রী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান শামিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন হাওলাদার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা