× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরবে সংঘর্ষের ঘটনায় বসা সালিশে ফের সংঘর্ষ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩ ২২:৫৪ পিএম

ভৈরবে সংঘর্ষের ঘটনায় বসা সালিশে ফের সংঘর্ষ

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে বসা সালিশে ফের সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সকালে পৌর শহরের কালিপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর শহরে বুদা সরকার ও জলদির বাড়ির সঙ্গে কালিপুর হাইস্কুল রোড এলাকার যুবকদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়। 

এ ঘটনায় গতকাল স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জয়নাল হাজীর সভাপতিত্বে সালিশ বৈঠক বসে। সালিশের শেষের দিকে উভয় পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নাতি সজিব মিয়াকে বাঁচাতে গেলে নানি হামিদা বেগমসহ ১০ জন আহত হয়। 

১২নং ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহীম মিয়া বলেন, ‘আমরা সালিশে ছিলাম, বাইরে এ ঘটনা ঘটে।’

কালিপুর হাইস্কুল রোড এলাকার কাইয়ুম মিয়া বলেন, ‘বাদী-বিবাদীদের একসঙ্গে মিলে চলতেই সালিশ বৈঠক হয়েছে। কিন্তু এ ঘটনায় আমাদের ডেকে নিয়ে অপমান করেছে, আমরা লজ্জিত।’

সালিশের সভাপতি জয়নাল হাজী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। 

ভৈরব থানা অফিসার ইনচার্জ মাকছুদুল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা