× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশের পর রক্ষা পেল কৃষকদের জমি

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩ ১৬:৫৮ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩ ১৮:১২ পিএম

ঢাকার ধামরাইয়ে রোয়াইল ইউনিয়নের খড়ারচর গ্রামে ইউপি সদস্যের বাড়িতে যাওয়ার জন্য আবাদি কৃষিজমি কেটে রাস্তা তৈরির কাজ শুরু হয়। প্রবা ফটো

ঢাকার ধামরাইয়ে রোয়াইল ইউনিয়নের খড়ারচর গ্রামে ইউপি সদস্যের বাড়িতে যাওয়ার জন্য আবাদি কৃষিজমি কেটে রাস্তা তৈরির কাজ শুরু হয়। প্রবা ফটো

ঢাকার ধামরাইয়ে বাড়িতে যাওয়ার জন্য সরকারি প্রকল্পের টাকা খরচ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রহিমের রাস্তা নির্মাণের কাজটি বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

রবিবার ( ৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রকল্প কর্মকর্তা, ভাইস চেয়ারম্যান, স্থানীয় ইউপি চেয়ারম্যান, স্থানীয় ইউপি সদস্য, কৃষক ও জমি মালিকদের নিয়ে বসে এমন সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

এর আগে গত ৪ অক্টোবর প্রতিদিনের বাংলাদেশে ‘সরকারি প্রকল্পের টাকায় মেম্বারের বাড়ির রাস্তা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে তদন্তের পর রাস্তা তৈরি বন্ধ করে পাশে যে রাস্তাটি রয়েছে সেটি মেরামতের নির্দেশ দেন উপজেলা প্রশাসন।

স্থানীয় পবন রশিদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কৃষিজমি রক্ষার জন্য আমরা উপজেলা প্রশাসনের কাছে যাই। ইউএনও গত ৫ অক্টোবর সরেজমিনে তদন্ত করেন। এরপর আমাদের কাগজপত্র নিয়ে উপজেলায় যেতে বলেন। আজ আমরা দুপুরে উপজেলা প্রকল্প কর্মকর্তার কক্ষে ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিনসহ দুই পক্ষ বসি। সভায় সিদ্ধান্ত হয় কৃষি জমি নষ্ট না করে পাশে যে রাস্তাটি আছে সেটি মেরামত করা হবে।’ 

স্থানীয় কৃষক আব্দুল সালাম বলেন, ‘আমাগো খুব উপকার হইলো, কৃষি জমি কইমা গেলে ভাতের চিন্তায় পড়তাম।’

ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মমিনুল হক বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান স্থানীয় ইউপি সদস্য ও জমি মালিকদের নিয়ে বসা হয়েছিল। জমি মালিকেরা জমি দিতে রাজি না হওয়ায় প্রকল্পের অর্থ পাশের যে রাস্তাটি রয়েছে সেটি মেরামতে ব্যবহার করা হবে-এমন আলোচনা হয়েছে।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মেম্বারকে বলা হয়েছিল স্থানীয়ভাবে বসে বিষয়টি মীমাংসা করতে। কিন্তু উনি তা করতে পারেনি। জমির মালিকরা জমি না দিলে জোর করে রাস্তা করা যাবে না। তাই সে কাজ বন্ধ করে পাশের রাস্তাটি মেরামত করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা