× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্থ ১২৯ পরিবারের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩ ২৩:১০ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩ ২৩:১২ পিএম

পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্থ ১২৯ পরিবারের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারসমূহের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ অক্টোবর) সকালে কলাপাড়া প্রেস ক্লাব চত্বরে কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোট ও পায়রা বন্দর নির্মাণ অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত গৃহহীনসমূহের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, সরকার তৃতীয় সমুদ্রবন্দর নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ করায় এলএস নং ১৪/২০১৫-১৬, ১৬/২০১৫-১৬, ০৭/২০১৬-১৭-এর অধীনে লালুয়া ইউনিয়নের নয়াকাটা, বানাতীপাড়া, চান্দুপাড়া মৌজা জেএল নং ১৫, ১৬, ১৭ অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের বসত-বাড়ি অন্তর্ভুক্ত হয়। যা যৌথ তালিকাতেও উল্লেখ রয়েছে। যেখানে ক্ষতিগ্রস্তদের সকল ঘরবাড়ি বিদ্যমান ছিল, যা সরকার পায়রা বন্দর নির্মাণের জন্য অধিগ্রহণ করেছে। উপরোক্ত এলএ ও জেএল মৌজা একই দাগ-খতিয়ানে ক্ষতিগ্রস্তদের অনেকেরই তাদের বসত-বাড়িসংলগ্ন পুকুর ও গাছের ক্ষতিপূরণ সরকার দিলেও সহায়-সম্পত্তি হারানো ক্ষতিগ্রস্তরা কোনো আবাসন কিংবা পুনর্বাসন নামের তালিকায় নেই। দুঃখের বিষয় এসব সহায়-সম্বলহীন মানুষগুলো তাদের আশ্রয়স্থল হারিয়ে এখন নিঃস্ব।

এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে ক্ষতিগ্রস্ত ১২৯ জন ওয়ারিশের মধ্যে আবাসন অথবা পুনর্বাসন বরাদ্দ পায় তাহার সুব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেলের সঞ্চালনায় মনববন্ধনে বক্তব্য রাখেন- লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারিকুজ্জামান খান, সাধারণ সম্পাদক ফোরকান প্যাদা, সাংবাদিক এনামুল হক, বিশ্বাস শিহাব, পারভেজ মিঠু, কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সহ-সভাপতি ইয়াকুব খান, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে জসিম উদ্দিন, শামীম, বেল্লাল গাজী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা