× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চারণকবি রাধাপদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩ ১৪:৫৯ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩ ১৬:৪৪ পিএম

কবি রাধাপদ রায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। প্রবা ফটো

কবি রাধাপদ রায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। প্রবা ফটো

চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় জামালপুরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখা।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, রাধাপদ রায়ের ওপর হামলা মানে বাকস্বাধীনতা, মুক্ত চিন্তা এবং সত্য ভাষণ স্তব্ধ করে দেওয়ার শামিল। অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

এ বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ বাকী বিল্লাহ। 

আরও বক্তব্য দেন উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তযোদ্ধা আলী ইমাম দুলাল, সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার উপদেষ্টা মো. আমির উদ্দিন, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর রায়, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য লিটন সরকার, সম্মিলিত সমাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য মুর্শেদ ইকবাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা