× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে টিলা ধসে তিন পরিবারের ১০ জন আহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩ ১৩:১৯ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩ ১৪:৩৫ পিএম

টিলা ধসে তিনটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তিন পরিবারের দশজন সামান্য আহত হয়েছেন। প্রবা ফটো

টিলা ধসে তিনটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তিন পরিবারের দশজন সামান্য আহত হয়েছেন। প্রবা ফটো

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় টিলা ধসে তিনটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তিন পরিবারের দশজন আহত হয়েছেন।

শুক্রবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মীর টিলা ধসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন তিনি।

এদিকে টিলা ধসের খবরে দিনারপুর পরগনার তিনটি ইউনিয়নের পাহাড়-টিলার পাদদেশে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, নবীগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল খ্যাত দিনারপুর পরগণা দেবপাড়া, গজনাইপুর ও পানিউমদা ইউনিয়ন নিয়ে গঠিত। মুষলধারায় বৃষ্টি হলেই পাহাড়-টিলার পাদদেশে বসবাসরত বাসিন্দাদের ঝুঁকি বেড়ে যায়। টানা বৃষ্টির ফলে শুক্রবার ভোরে গজনাইপুর ইউনিয়নের বনগাঁও মীর টিলার মাটি ধসে পড়ে। এতে ওই টিলার পাদদেশে বসবাসকারী হিরা মিয়া, ধনাই মিয়া ও রেজাক উল্লাহর বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সামান্য আহত হয়েছেন তিন পরিবারের দশজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়।

টিলা ধসে ক্ষতিগ্রস্ত হিরা মিয়া বলেন, ‘মুষলধারে বৃষ্টি হলেই আমরা যারা পাহাড়-টিলার নিচে থাকি তাদের মধ্যে আতঙ্ক থাকে। শুক্রবার ভোরে হঠাৎ মীর টিলার মাটি ধসে আমার ঘরসহ তিনটি ঘর ভেঙে যায়। স্থানীয়রা আমাদের উদ্ধার করে।’

খবর পেয়ে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়েছেন বলেও জানান তিনি।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’ দ্রুতই ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হবেও বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা