× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক নাদিম হত্যা মামলা

জামিন নাকচ করে তিন আসামিকে পাঠানো হলো কারাগারে

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩ ২০:২৫ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩ ২০:৪৮ পিএম

জামালপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। প্রবা ফটো

জামালপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। প্রবা ফটো

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার তিন আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  

বৃহম্পতিবার (৫ অক্টোবর) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাছিবুল্লাহ পিয়াস তাদের কারাগারে পাঠান। এর আগে আসামি ইসমাইল হোসেন স্বপন, খন্দকার শামীম ও শেখ ফরিদের পক্ষে জামিন আবেদন করা হয়। 

বাদী পক্ষের আইনজীবী ইউসুফ আলী জানান, জামিন নিতে আসা তিন আসামি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। বৃহস্পতিবার তারা নিন্ম আদালতে হাজির দিতে এলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। প্রথমে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ জুন সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেদিন দুপুরে মারা যান সাংবাদিক নাদিম।

এই ঘটনায় নিহতের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মামলা করেন। এজাহারে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা