× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে মনোনয়ন না দেওয়ার দাবি মেহেরপুর আ. লীগ নেতাদের

মেহেরপুর প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩ ২২:৪০ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩ ২৩:০৮ পিএম

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে নির্বাচনে নৌকার প্রতীক না দেওয়ার দাবিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তারা মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ নেতারা। প্রবা ফটো

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে নির্বাচনে নৌকার প্রতীক না দেওয়ার দাবিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তারা মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ নেতারা। প্রবা ফটো

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না দিতে কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়েছেন জেলার একাধিক মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগ নেতা। এতে মেহেরপুরে আওয়ামী লীগের দ্বন্দ্ব এখন প্রকাশ্য রূপ নিয়েছে।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে আগামী নির্বাচনে নৌকার প্রতীক না দেওয়ার দাবিতে জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে তারা মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

মঙ্গলবার বিকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে বক্তব্য দেন নেতারা। 

এর প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলন করেন ফরহাদ হোসেনপন্থী নেতারা। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস। দুটি কর্মসূচিতে উভয় পক্ষের নেতারা একে অপরের প্রতি বিষোদগার করে বক্তব্য দেন।

মঙ্গলবার বিকালে পৌর কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মনোনয়নপ্রত্যাশী জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে জেলা আওয়ামী লীগের শক্তিকে দুর্বলকারী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদের পরাজয়ের নীল নকশাকারী ও ছাত্রজীবনে শিবিরের রাজনীতি করেছেন বলে অভিযোগ করেন তারা।

সভায় মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘দুঃসময়ে যারা মেহেরপুরে আওয়ামী লীগের রাজনীতি করেছে, হামলা-হামলা ও হয়রানির শিকার হয়ে জেলা আওয়ামী লীগের ভীত মজবুত করেছেন। তাদেরকেই বাদ দেওয়া হয়েছে।’

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস বলেন, ‘ফরহাদ হোসেন যদি নৌকার প্রার্থী হয় তাহলে নৌকায় ভোট দেব না। স্বয়ং প্রধানমন্ত্রীকে বলে এসেছি। তাই সবাইকে এ বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানাই।’ 

এদিকে ফরহাদ হোসেনকে কটুক্তি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বর্ধিত সভা করেছে জেলা আওয়ামী লীগের ফরহাদ পন্থী নেতারা। বুধবার (৪ অক্টোবর) রাতে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্যদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য রাখতে নিষেধ করেছেন। প্রধানমন্ত্রী নিষেধ অমান্য করে যারা মতবিনিময় সভার নামে সংসদ সদস্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ও বক্তব্য রেখেছেন, তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা