× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি প্রকল্পের টাকা দিয়ে ইউপি সদস্যের বাড়িতে যাওয়ার রাস্তা

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩ ১৬:৪১ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩ ২০:২২ পিএম

ঢাকার ধামরাইয়ে আবাদি জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্রবা ফটো

ঢাকার ধামরাইয়ে আবাদি জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্রবা ফটো

ঢাকার ধামরাইয়ে বাড়িতে যাওয়ার জন্য সরকারি প্রকল্পের টাকা দিয়ে আব্দুর রহিম নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রাস্তা নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। আবাদি জমির ওপর জোর করে ওই রাস্তা নির্মাণ করায় ক্ষতির মুখে পড়েছেন জমির মালিকরা। রাস্তা নির্মাণ বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তারা।

বুধবার (৪ অক্টোবর) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উপজেলার রোয়াইল ইউনিয়নের খড়ারচর গ্রামের আবাদি কৃষি জমি কেটে রাস্তা নির্মাণ করছেন ইউপি সদস্য আব্দুর রহিম। এতে প্রায় ৫ বিঘা কৃষি জমি নষ্ট করা হয়েছে।

সড়কটি নির্মাণ বন্ধে ইউএনওর কাছে চেয়ারম্যানসহ স্থানীয়রা লিখিত অভিযোগ দেন। তবে পরদিন রাতে কৃষি জমি কেটে সড়কটির দুই-তৃতীয়াংশ নির্মাণ করেন আব্দুর রহিম।

স্থানীয়রা জানান, ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর মৌজার ২১০, ২১১, ১৬৫ ও এর পার্শ্ববর্তী দাগসমূহে ফসল আবাদ করা হয়। স্থানীয় ইউপি সদস্য ও ঠিকাদার ১৬৫ দাগের আইল বরাবর একটি রাস্তা তৈরির কথা আমাদের জানান। কিন্তু ১৬৫ দাগ ও এর আশপাশের জমিতে সবাই চাষাবাদ করেন এখানে কোনো জমির মালিকের রাস্তার প্রয়োজন নাই। কারণ বাড়িতে যাওয়ার জন্য এই জমিগুলোর দুই পাশ রাস্তা রয়েছে।  

স্থানীয় আবুল কালাম বলেন, যে রাস্তাটি হচ্ছে সেটা আমাদের কোনো কাজেই আসবে না। এই রাস্তাটা আমাদের কৃষি জমি কমিয়ে দেবে। আমি চাষাবাদ করে খাই। আমার জমি কমে গেলে আমি তখন কী করব।

স্থানীয় পবন রশিদ বলেন, জোরপূর্বক রাস্তা তৈরি করতে চাইছেন মেম্বার। যাদের জমির ওপর দিয়ে রাস্তা নিতে চাচ্ছে তারা কেউ ওই রাস্তার পক্ষে না। কারণ জমিগুলোর দুইপাশ দিয়ে অলরেডি রাস্তা রয়েছে।

অভিযুক্ত ইউপি সদস্য আব্দুর রহিম বলেন, ‘অভিযোগের আগে কাজ করা হইছে। অভিযোগের পরে কোনো কাজ করি নাই। শত শত স্বাক্ষী আছেন।’

ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মমিনুল হক বলেন, বিষয়টি নিয়ে আমরা সবার সঙ্গে কথা বলব। 

ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, এ বিষয় ইউপি সদস্যকে ডাকা হয়েছে। সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা