× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপির নথিপত্রে সই করেন তার স্বামী!

নুপা আলম, কক্সবাজার

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ১০:২৮ এএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩ ২০:২০ পিএম

এমপির নথিপত্রে সই করেন তার স্বামী!

‘২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নৌকা প্রতীক নিয়ে ভোট করে এমপি নির্বাচিত হয়েছেন শাহীন আক্তার। এরপর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির একটি সভায় একবারই তাকে দেখেছিলাম। এরপর এই এমপির চেহারাও আর কোনো দিন আমি দেখিনি।’

নিজ দলের এমপি প্রসঙ্গে প্রতিদিনের বাংলাদেশকে এ কথাগুলো বলেছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর। আগামী নির্বাচন নিয়ে তার সঙ্গে আলাপকালে কথা হয় বর্তমান এমপিকে নিয়েও। নুরুল বশর বলেন, ‘উখিয়া-টেকনাফের আওয়ামী লীগের নেতাকর্মীরা এমপির দেখা পান না। নির্বাচনের পর পাঁচ বছর হতে চললÑ এর মধ্যে এলাকার জনগণও একটিবারের জন্য এমপিকে এলাকায় দেখেননি। জাতীয় শোক দিবসসহ অন্যান্য রাষ্ট্রীয় দিবস কিংবা আওয়ামী লীগের দলীয় কর্মসূচিসহ কোনো অনুষ্ঠানে বারবার আমন্ত্রণ জানানোর পরও আসেননি এমপি। ব্যানারে অতিথি হিসেবে তার নামটাই শুধু থাকে। তার দেখা মেলে না। তিনি যেন পর্দার আড়ালের এক মানুষ!’ এলাকায় অনুপস্থিতির পাশাপাশি এমপির কর্মকাণ্ড নিয়ে আরও ভয়াবহ এক অভিযোগ তুলেছেন নুরুল বশর। এই আওয়ামী লীগ নেতার দাবি, গত পাঁচ বছরে এমপি শাহীন আক্তারের হয়ে সব সরকারি নথিপথে স্বাক্ষর করেছেন তার স্বামী!

শাহীন আক্তারের আগে তার স্বামীই এই আসনের এমপি ছিলেন। স্থানীয়ভাবে তো বটেই জাতীয় পর্যায়েও বহুল আলোচিত-সমালোচিত তিনি। তার নাম আবদুর রহমান বদি। বর্তমানে তিনি টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি। ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে তিনি টানা দুইবার এ আসনের এমপি নির্বাচিত হয়েছেন। কিন্তু তার বিরুদ্ধে বারবার উখিয়া-টেকনাফকেন্দ্রিক মাদক চোরাচালান চক্রকে পৃষ্ঠপোষকতার অভিযোগ ওঠায় সমালোচনার মুখে পড়েন তিনি। যদিও বদি বরাবরই এমন অভিযোগ অস্বীকার করেছেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি করা মাদক কারবারির তালিকায় তার পরিবারের একাধিক সদস্যের নাম রয়েছে।

এদিকে ২০১৪ সালের নির্বাচনের বিজয়ী হওয়ার পর ওই বছরের অক্টোবরে একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিন সপ্তাহ কারাভোগ করেন বদি। সম্পদের তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে ওই মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় ২০১৬ সালে বদিকে তিন বছর কারাদণ্ড দেন আদালত। ওই সাজার বিরুদ্ধে বদির করা আপিল এখনও হাইকোর্টে নিষ্পত্তির অপেক্ষায়। দুদকের মামলা ও মাদকসংক্রান্ত সমালোচনার জেরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদিকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। তবে তার বদলে কক্সবাজার-৪ আসনে মনোনয়ন পান বদির স্ত্রী শাহীন আক্তার। রাজনৈতিক সংশ্লিষ্টতাহীন শাহীন নৌকার প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর গত পাঁচ বছরে এমপির কাজের মূল্যায়ন জানতে চাইলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আদিল চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এমপি একজন অরাজনৈতিক ব্যক্তি। জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক কর্মসূচিতে তিনি ছিলেন না। এই পাঁচ বছরের একটি বিয়ের অনুষ্ঠানে আমি এমপিকে দেখেছিলাম। এলাকার জনগণও কোনো উন্নয়ন কর্মসূচি, সরকারি-বেসরকারি অনুষ্ঠানে এমপিকে দেখেছেন বলে আমি জানি না।’

আদিল চৌধুরী আরও বলেন, ‘শাহীন আক্তার নামেই এমপি, তার পদটিকে লাঠি হিসেবে ব্যবহার করছেন তার স্বামী বদি। গত পাঁচ বছরে তাকে এই আসনে অঘোষিত এমপির ভূমিকায় দেখা গেছে। এমপি নিজস্ব বরাদ্দ থেকে শুরু করে সব কাজ বদিই নিজের মতো করেছেন।’

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন, ‘পাঁচ বছরে দলের পক্ষে তাকে বারবার আমন্ত্রণ জানানো হলেও তিনি কখনোই সাড়া দেননি। প্রাকৃতিক দুর্যোগ, করোনা মহামারি, বন্যা, রোহিঙ্গা সংকটসহ কোনো বিপদে-আপদে তার দেখা মেলে না। সরকারের ত্রাণ সহায়তাসহ কোনো অনুষ্ঠানে তিনি আসেননি। এমনকি কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় শাহীন আক্তার বাদে জেলার সব এমপি উপস্থিত ছিলেন।’

মাহবুব মোর্শেদ এমপির প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্থানীয় ভোটার কিংবা নিজ দলের নেতাকর্মীদের খোঁজ না নিলেও কথিত আছে এমপি জামায়াত-বিএনপির লোকজনকে নিজের বাড়িতে নিয়ে আলাপ-আলোচনা করেন। উখিয়া-টেকনাফের শত কোটি টাকার উন্নয়ন সরকার করছে। এতে শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রতি মানুষের জনপ্রিয়তা বেড়েছে। কিন্তু এমপির জনবিচ্ছিন্নতার কারণে স্থানীয় পর্যায়ে তার কোনো জনপ্রিয়তাই নেই।’

এমপিকে নিয়ে আক্ষেপের অন্ত নেই আওয়ামী লীগের অন্য নেতাকর্মীদেরও। টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মাইনুদ্দিন হোসেন বলেন, ‘এমন একজন এমপি পেয়েছি যিনি দলের কোনো নেতা-কর্মীকে চেনেন বলে আমার মনে হয় না। এই এমপির ক্ষমতা পুরো সময় ব্যবহার করেছেন সাবেক এমপি বদি। গাড়িতে লাগিয়েছেন এমপির লোগো। এমনকি প্রচারণা আছে এমপি স্বাক্ষরটাও পাঁচ বছর ধরে দিয়েছেন বদি।’

বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ কোম্পানি বলেন, বদি ও তার স্ত্রী এমপি থাকাকালীন গত ১৫ বছরে দলের নেতাকর্মীরা মূল্যায়ন পাননি, উল্টো অবহেলার শিকার হয়েছেন। সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হামজালাল বলেন, শাহীন আক্তারকে নয়, গত পাঁচ বছর ধরে বদিকেই এমপি হিসেবে চিনেছে এলাকার মানুষ। স্ত্রীর পদ ব্যবহার করে বদি আগের মতোই নিজস্ব বলয় বানিয়ে কেবল ব্যবসা করেছেন। রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটিএম রশিদ বলেন, এমপির বদলে অন্য একজন ছায়া এমপি হয়ে পাঁচ বছর ধরে কাজ করেছেন।

উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বলেন, ‘উখিয়া-টেকনাফের দুঃখ পাঁচ বছরের না। এর আগে নৌকা প্রতীকের দুইবারের এমপি আবদুর রহমান বদির অবেহলার শিকার হয়েছেন নেতাকর্মীরা, দলে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। বউকে এমপি করে পাঁচ বছরেও হয়েছে একই ঘটনা। এই ১৫ বছর একটি পরিবারতন্ত্রের বেড়াজালে সিন্ডিকেট তৈরি করেছেন বদি। বৈধ-অবৈধভাবে অর্থ আয় করে সম্পদের পাহাড় করেছেন। অবহেলার শিকার হয়েছেন দলের নেতাকর্মীরা। সাধারণ মানুষ তাদের প্রাপ্য সেবা থেকে হয়েছে বঞ্চিত।’

সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে মোবাইল ফোনে যোগাযোগ করা হয় এমপি শাহীন আক্তারের সঙ্গে। পাঁচ বছর ধরে এলাকায় না যাওয়া, নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে যোগাযোগহীনতা, তার বদলে স্বামী নথিপথে সই করছেন বলে অভিযোগ এবং আগামী নির্বাচনে মনোনয়ন চাইবেন কি না, জানতে চাইলে ভীষণ রেগে যান শাহীন আক্তার। প্রতিবেদককে বলেন, ‘এসব কোন ধরনের প্রশ্ন? আর কোনো কাজ নেই।’ প্রশ্নের উত্তর না দিয়েই মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। এরপর আরও কয়েকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এসব বিষয়ে মন্তব্য জানতে আবদুর রহমান বদিকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। প্রশ্ন উল্লেখ করে মেসেজ পাঠানো হলেও সাড়া দেননি তিনি।

স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হতে চান বদি। ভোট সামনে রেখে এলাকায় তৎপরতা বেড়েছে তার। তবে তার প্রার্থী হওয়া না হওয়ার বিষয়টি নির্ভর করছে দণ্ডপ্রাপ্ত মামলা নিয়ে হাইকোর্টে চলমান আপিলের রায়ের ওপর। যদি পরিস্থিতি অনুকূলে না থাকে তাহলে আবারও স্ত্রী শাহীন আক্তার কিংবা শ্যালক উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির কবির চৌধুরী যেন আওয়ামী লীগের মনোনয়ন পান সেজন্য তৎপরতা চালাচ্ছেন বদি। কিন্তু শেষ পর্যন্ত তার পরিবারের কেউ দলীয় মনোনয়ন না পেলে বদির ছেলে শাওন আরমানকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড় করানো হতে পারে বলেও গুঞ্জন রয়েছে।

এদিকে বদি পরিবারকে টেক্কা দিতে নৌকার মনোনয়ননপ্রত্যাশী হিসেবে মাঠে নেমেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শাহ আলম চৌধুরী (রাজা শাহ আলম), উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আদিল চৌধুরী, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ জাহান কাজল। এ ছাড়াও আলোচনায় আছেন বদির চাচাশ্বশুর উখিয়া উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী, তার স্ত্রী মহিলা আওয়ামী লীগের নেত্রী নিগার সোলতানা, বদির আরেক চাচাশ্বশুর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর প্রমুখ।

তাদের মধ্যে শাহ আলম চৌধুরী, আদিল চৌধুরী, নুরুল বশর ও মাহবুব মোর্শেদ সমন্বিতভাবে তৎপরতা চালাচ্ছেন। তাদের মধ্যে যে দলের মনোনয়ন পাবেন বাকিরা তার পক্ষেই কাজ করবেন। এই চার নেতার লক্ষ্য একটাইÑ আগামী নির্বাচনে বদি ও তার পরিবারের দলীয় মনোনয়ন ঠেকানো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা