× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবীণ সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর দাফন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১৯ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩০ পিএম

জানাজা শেষে হেলাল উদ্দিন চৌধুরীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। প্রবা ফটো

জানাজা শেষে হেলাল উদ্দিন চৌধুরীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। প্রবা ফটো

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান হেলাল উদ্দিন চৌধুরীর দাফন হয়েছে। 

শনিবার (৩০ সেপ্টেম্বর) জোহরের পর চট্টগ্রাম মহানগরীর মিসকিন শাহ (র.) এর মাজার প্রাঙ্গণে জানাজা শেষে তাকে মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।নামাজে জানাজায় ইমামতি করেন মিসকিন শাহ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মুছা।

জানাজা শেষে হেলাল উদ্দিন চৌধুরীর মরদেহে চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজেসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও সুধীমহলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক, দৈনিক নয়াবাংলার সম্পাদক জিয়াউদ্দিন এম. এনায়েতউল্লাহ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার ও সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বিএফইউজের সহ-সভাপতি শহিদউল আলম, যুগ্ম-সম্পাদক মহসীন কাজী, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, রাঙ্গুনিয়ার সাবেক এমপি মো. নজরুল ইসলাম, চাকসুর সাবেক ভিপি এসএম ফজলুল হক, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হক চৌধুরী বাবুল, সিনিয়র সাংবাদিক মো. ইসকান্দর আলী চৌধুরী, মইনুদ্দিন কাদেরী শওকত, নির্মল চন্দ্র দাশ, নুরুল আমিন, আসিফ সিরাজ, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, হাসান মুরাদ বিপ্লব প্রমুখ। 

গত ২৯ সেপ্টেম্বর কক্সবাজারে একটি অনুষ্ঠানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা