× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অতীতে তিনবার শপথের মর্যাদা সমুন্নত রাখতে পেরেছি : প্রধান বিচারপতি

হাওরাঞ্চল (নেত্রকোনা) প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০২ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৮ পিএম

নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ‘মোহনগঞ্জে নাগরিক কমিটির’ উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। প্রবা ফটো

নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ‘মোহনগঞ্জে নাগরিক কমিটির’ উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। প্রবা ফটো

অতীতে তিনবার শপথের মর্যাদা সমুন্নত রাখতে পেরেছেন বলে দাবি করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় তার জন্মস্থান নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ‘মোহনগঞ্জে নাগরিক কমিটির’ উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

প্রধান বিচারপতি বলেন, ‘শপথ থেকে বিচ্চ্যুত না হওয়াই একজন বিচারকের প্রধান দায়িত্ব এবং কর্তব্য। যিনি প্রধান বিচারপতি হন তাকে আপিল বিভাগ পর্যন্ত তিনবার ও প্রধান বিচারপতি হিসেবে একবারসহ মোট চারবার শপথ গ্রহণ করতে হয়। অতীতে তিনবার শপথের মর্যাদা যেভাবে সমুন্নত রাখতে পেরেছি। তারই ধারাবাহিকতায় প্রধান বিচারপতি হিসেবে আমি যে শপথ নিয়েছি তার মর্যাদা রক্ষাই হবে আমার প্রধান কর্তব্য।’

তিনি বলেন, ‘আমার প্রয়াত পিতা ডাক্তার আখলাকুল হোসাইন আহমেদ মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক ছিলেন। তিনি জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধকালীন মহেশখলা ইয়ুথ ক্যাম্পের ইনচার্জ হিসেবে স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ২০০৯ সালের ৩০ জুন বিচারক হিসেবে প্রথম শপথ গ্রহণ করেছিলাম। আর সর্বশেষ ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করি।’

অনুষ্ঠানে উপস্থিত ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী ও জাতীয় সংসদের স্পিকারসহ সকল ক্ষেত্রেই নারী নেতৃত্ব এগিয়ে রয়েছে। কিন্তু এ পর্যন্ত ২৪ জন প্রধান বিচারপতি শপথ গ্রহণ করেছেন। তবে তাদের মধ্যে কোনো নারী প্রধান বিচারপতি নেই। তাই বর্তমান প্রজন্মের ছাত্রীদের মধ্য থেকে যেন ভবিষ্যতে নারী প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করতে পারে সেজন্য ছাত্রীদেরকে পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে।’ 

নাগরিক সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক পৌর মেয়র লতিফুর রহমান রতনের সভাপতিত্বে ও সদস্য সচিব ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, নেত্রকোনা জেলা ও দায়রা জজ শাহজাহান কবীর, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, নেত্রকোনা জজ কোর্টের জিপি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, অ্যাডভোকেট শামসুর রহমান লিটন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা