× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোট ও ভাতের অধিকার চেয়ে সিপিবির বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৯ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৮ পিএম

ভোট ও ভাতের অধিকার চেয়ে সিপিবির বিক্ষোভ

দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ,সিন্ডিকেট নির্মূল, দরিদ্র মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)

শনিবার (৩০ সেপ্টেম্বর) সিপিবির ঠাকুরগাঁও জেলা কমিটির আয়োজনে সাধারণ  পাঠাগার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরাস্তায় এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সভাপতি কমরেড ইয়াকুব আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, সদস্য আশরাফুল আলম, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহছানুল হাবিব বাবু, সদস্য রেজওয়ানুল হক রিজু, রানীশংকৈল কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,হরিপুর কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক সাহাবুদ্দিন, পীরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মর্তুজা আলম, বালিয়াডাঙ্গীর সাধারণ সম্পাদক মসলিম উদ্দীন প্রমুখ।

মিহির ঘোষ বলেন, সারা দেশে চাল, ডাল, তেল, আলুসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গরিব মেহনতি মানুষের নাভিশ্বাস অবস্থা। সিন্ডিকেটকারীদের দৌরাত্ম্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সিন্ডিকেট নির্মূল, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ ছাড়া টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠাসহ উৎপাদক ও ক্রেতা সমবায় গড়ে তোলার দাবি জানাচ্ছি। এসব দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা