× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চসিকের সাত স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১৭ পিএম

নগরীর রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করছেন শিক্ষা উপমন্ত্রী ও চসিক। ছবি : সংগৃহীত

নগরীর রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করছেন শিক্ষা উপমন্ত্রী ও চসিক। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাত স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এরপর তারা সবগুলো স্কুলে পরিদর্শন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভবনা সম্পর্কে খোঁজখবর নেন। 

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মোট ১৪ কোটি ৩৯ লাখ টাকার এ উন্নয়ন কার্যক্রমের মধ্যে রয়েছে রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, চরচাক্তাই সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবন নির্মাণ, কৃষ্ণ কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পাথরঘাটা মেনকা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, লামাবাজার এ এ এস সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, ভুলুয়ার দিঘী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়তলা একাডেমিক ভবন নির্মাণ ও অর্পনাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজ।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী প্রজন্মকে প্রস্তুত করতে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী। রূপকল্প-২০৪১ বাস্তবায়নে শিক্ষাকে প্রধান খাত ধরে এগিয়ে যাচ্ছে সরকার।’ 

অনুষ্ঠানে চসিক মেয়র রেজাউল বলেন, ‘আগামীর প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করার জন্য শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ মনোযোগ দিয়েছে সরকার। এর অংশ হিসেবে বাংলাদেশের একমাত্র সিটি করপোরেশন হিসেবে চসিকের ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ৬৫ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে। মেয়র হিসেবে শিক্ষাখাতে অর্থবরাদ্দকে ব্যয় নয় বরং বিনিয়োগ মনে করি। কারণ আগামীর প্রজন্ম শিক্ষিত ও দক্ষ হয়ে উঠলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে জাতি অগ্রসর হবে।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, সলিমুল্যাহ বাচ্চু, জহর লাল হাজারী, পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্ত, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জালালুদ্দিন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা