× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘গরিবের সুপারশপে’ নামমাত্র মূল্যে পছন্দের পণ্য

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২২ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৮ পিএম

খাগড়াছড়িতে ২৫০টি পরিবারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নামমাত্র মূল্যে সরবরাহ করেছে বিদ্যানন্দ। প্রবা ফটো

খাগড়াছড়িতে ২৫০টি পরিবারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নামমাত্র মূল্যে সরবরাহ করেছে বিদ্যানন্দ। প্রবা ফটো

খাগড়াছড়িতে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের জন্য বাকিতে ব্যাগভর্তি বাজারের আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সুবিধাবঞ্চিত, দুস্থ ও অসহায় ২৫০টি পরিবারের জন্য চাল, ডাল, ডিম, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নামমাত্র মূল্যে সরবরাহের জন্য ‘বাকির হাট’ নামে গরিবের এই সুপারশপের আয়োজন করেছে বিদ্যানন্দ।

এই বাজারে ৬০০ টাকায় ব্যাগভর্তি করে যেকোনো পণ্য বাছাই করে নিতে পারবেন গ্রহীতা। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। এই বাজারের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘যা প্রয়োজন এখন বাকিতে নিন, পরে সামর্থ্য হলে অন্যকোনো অভাবীকে ফেরত দিন।’

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সদরের অফিসার্স ক্লাবে দিনব্যাপী ‘বাকীর হাট’ নামে এই সুপারশপে পণ্য কেনার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মো. সহিদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন বিদ্যানন্দের পরিচালনা বোর্ড এর সদস্য মো. জামাল উদ্দিন। 

ভোজ্যতেল, ডিম, মাছ সবজি ও নুডলসসহ ২১টি পণ্যের সমাহার ছিল সুপারশপে। নির্দিষ্ট টোকেন নিয়ে দুস্থরা নিজেদের চাহিদা মতো বাজার করেছেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের তদারকিতে বাকির হাটে চলেছে অস্বচ্ছল নারী ও পুরুষের কেনাকাটা। মূলত দুস্থদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থানে এই বাজারের আয়োজন করা হয় বলে জানায় ফাউন্ডেশন কর্তৃপক্ষ। প্রচলিত ত্রাণ বিতরণ কার্যক্রমের বিপরীতে সুস্থ মানুষদের যোগ্য সম্মান দিতে এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। 

এই সুপারশপে বাজার করতে আসা পানছড়ির মিথুইচিং মারমা বলেন, ‘বাকির হাটে এসে আমি খুবই আনন্দিত। জীবনে ভাবিনি বড়লোকদের মতো করে স্বাধীনভাবে এভাবে শপিং করতে পারব। অনেকদিন পর ছেলে-মেয়েদেরকে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াবো।’

দীঘিনালা থেকে আসা এন্টন চাকমা বলেন, ‘মেয়েটার জন্য একটি স্কুল ব্যাগের দরকার ছিল। এই বাজারের এসে আমি তাকে সেটি উপহার দিতে পেরেছি। আজ আমি খুব আনন্দিত।’

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের এমন উদ্যোগ প্রশংসনীয়। দুস্থ ও অসহায় সাধারণ মানুষ বাকির হাটে নিঃসন্দেহে তাদের চাহিদা মোতাবেক বাজার করতে পারছে। ফাউন্ডেশনের সমৃদ্ধির কামনা করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা