× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পার্বতীপুরে তিন দিনের বৃষ্টিতে পানিবন্দি শতাধিক পরিবার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩৩ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫১ পিএম

পার্বতীপুরে পানিবন্দিতে চলাফেরা করতে ভোগান্তি পোহাতে হচ্ছে সেখানকার মানুষদের। প্রবা ফটো

পার্বতীপুরে পানিবন্দিতে চলাফেরা করতে ভোগান্তি পোহাতে হচ্ছে সেখানকার মানুষদের। প্রবা ফটো

দিনাজপুরের পার্বতীপুরে গত তিন দিনের টানা বৃষ্টি থেমে গেলেও উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিম্নাঞ্চলের গ্রামগুলো এখনও পানিতে ডুবে রয়েছে। ছোট-বড় ক্যানেলের উপচে পড়া পানি নিম্নাঞ্চলে প্রবেশ করায় এমন পরিস্থিতির সৃষ্টি বলে জানান ভুক্তভোগী ও জনপ্রতিনিধিরা। 

গতকাল রবিবার খোঁজ নিয়ে জানা গেছে, ৬নং মোস্তফাপুর ইউনিয়নের ছোট রামচন্দ্রপুর, কাশিপুর ও ডাঙ্গাপাড়া গ্রামের শতাধিক পরিবার জলাবদ্ধতার কবলে পড়ে রয়েছে। বাড়ির আঙিনা ও ঘরের মেঝেতে পানি প্রবেশ করায় চলাফেরা, রান্নাসহ দৈনন্দিন কাজ ঠিকমতো করতে পারছে না পরিবারগুলো। এ পরিস্থিতিতে দরিদ্র পরিবারের লোকদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। 

মোস্তফাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মাহাবুব আলম বলেন, রেকর্ড পরিমাণ বৃষ্টিতে অনেকের বাড়িতে জলাবদ্ধতাসহ অসংখ্য পুকুরের মাছ ভেসে যাওয়ায় অনেক মৎস্যজীবী ক্ষতিগ্রস্ত হয়েছেন। কাঁচা রাস্তায় পানির তোড়ে ভেঙে যাওয়ায় যত্রতত্র খানাখন্দের সৃষ্টি হয়েছে। 

কাশিপুর গ্রামের উজ্জ্বল রায় জানান, গ্রামের ভেতর দিয়ে পানির স্রোত প্রবাহিত হওয়ায় উজ্জ্বল রায়, আনন্দ রায় ও ছায়বর রহমানের মাটি ও টিনের ঘর ধসে পড়েছে। রাস্তা পানিতে ডুবে থাকায় স্কুলগামী ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে যেতে পারছে না। 

মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, কৃষি বিভাগের লোকজন এলাকাটিতে জমির ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন। উপজেলা ত্রাণ অধিদপ্তরকে মোবাইল ফোনে ক্ষয়ক্ষতির বিশদ বর্ণনা করা হলেও এখনও তারা কেউ এলাকাটিতে পরিদর্শনে যাননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা