× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের সম্মেলন মঙ্গলবার

রাজশাহী অফিস

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১১ পিএম

রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের সম্মেলন মঙ্গলবার

যুবলীগের দ্বন্দ্ব মিডিয়ার সৃষ্টি দাবি করে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মতিউর রহমান বাদশা বলেছেন, যুবলীগের দ্বন্দ্ব নিয়ে যেসব সংবাদ প্রকাশ হচ্ছে তা মিডিয়ার সৃষ্টি হতে পারে। অথবা ব্যক্তিকেন্দ্রীক দ্বন্দ্বের কারণেও হতে পারে। যুবলীগ ঐক্যবদ্ধ রয়েছে।

রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বাষিক সম্মেলন উপলক্ষে সোমবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মহানগর যুবলীগের কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। আগামীকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নগরীর পাঠান পাড়া শিমুল তলা মোড়ে সকাল ১০টায় সম্মেলনটি অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন যুবলীগের চেয়ামর‌্যান শেখ ফজলে শামস পরশ।

মতিউর রহমান বাদশা বলেন, এই দুই ইউনিটে নেতৃত্ব নির্বাচান হবে বাছাইয়ের মাধ্যমে। এরই মধ্যে প্রার্থীদের বায়োডাটা যাচাই-বাছাই করা হয়েছে। প্রার্থীদের মধ্যে আলাপ-আলোচনা হবে, কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের কাছ থেকে জানতে চাওয়া হবে তারা কী চান কাউন্সিল নাকি বাছাই।

বিএনপির আন্দোলনের সমালোচনা করে যুবলীগ নেতা বাদশা বলেন, গত কয়েক মাস ধরে বিএনপি-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে। আমাদের এই সম্মেলনের উদ্দেশ্য একদিকে তাদেরকে আমাদের অবস্থান জানান দেওয়া এবং সম্মেলনটি সফল করা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ডা. হেলার উদ্দিন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মস্তাফিজুর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জহুরুল ইসলাম মিল্টন হ রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা