× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির আন্দোলনের পালে কোনো দিন হাওয়া লাগেনি : শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৩ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০৭ পিএম

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রবা ফটো

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রবা ফটো

বিএনপির সঙ্গে জনগণ না থাকায় কোনো দিন তাদের আন্দোলনের পালে হাওয়া লাগেনি, নির্বাচনের আগে কতটুকু লাগবে তাও বুঝা যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, বিএনপি হরতাল, সংগ্রাম, আন্দোলনের কথা দীর্ঘদিন থেকে বলছে। কিন্তু জনগণ তাদের সঙ্গে না থাকায় তাদের আন্দোলনের পালে কোনদিন হাওয়া লাগেনি। আর এখন শেষ তিনমাসে কতটুকু লাগবে এটা বোঝা যাচ্ছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, বিএনপি অনেক আগে থেকেই আন্দোলন করছেন। উনাদের আন্দোলন ঈদের পরে হয়, কোন বছর ঈদের পরে তা বুঝতে পারি না। এখন এই ঝড়, কোন ঝড় তা জানিনা। তবে যে গতিতেই হউক, কোনো ধরণের সহিংসতা ও অরাজকতা করার চেষ্টা করলে সরকারের  আইনশৃঙ্খলা এবং জনগণের জানমাল রক্ষার দায়িত্ব রয়েছে। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকেব যেকোনো অপশক্তিকে প্রতিহত করার জন্য।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, জনগণ ছাড়া আন্দোলন সফল হয় না। জনগণ উন্নয়ন, শান্তি  ও সমৃদ্ধি চায়। সেই অগ্নি সন্ত্রাসী, ধর্ষণকারী ও হত্যাকারীদের চায় না। যারা ২০০১ সালের পরে বাংলাদেশকে হত্যাপুরীতে পরিণত করেছিল, সেই বাংলাদেশ মানুষ চায় না। সবাই চায় শান্তি ও শৃঙ্খলা। শেখ হাসিনা সেই শান্তি মানুষকে দিতে পেরেছেন।’

দীপু মনি বলেন, ‘শেখ হাসিনার সময়ে অভাবনীয় উন্নয়ন হয়েছে। এখনও যেসব চ্যালেঞ্জ রয়েছে, তা একমাত্র শেখ হাসিনার পক্ষে মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। কাজেই সব রাজনৈতিক দলকেই বলবো হটকারিতা ও নেতিবাচকতার পথকে পরিহার করে তারা যেন নির্বাচনের পথে আসেন। নির্বাচনে অংশগ্রহনের মাধ্যমে জনগণ যে সমর্থন দিবেন তা মেনে নিয়ে যেন আমরা সামনের দিকে এগিয়ে যাই।’

এ সময় জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা