শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১৩ পিএম
শাহজাদপুর উপজেলা তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে করতোয়া নদীতে নৌকাবাইচের আয়োজন করা হয়। প্রবা ফটো
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে এনামুল হাসান মোজমাল স্মৃতি নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে সাড়ে ৪টায় পৌর শহরের করতোয়া নদীতে এ নৌকাবাইচের আয়োজন করা হয়।
বাঙালির ঐতিহ্য নৌকাবাইচকে কেন্দ্র করে পুরো এলাকায় দেখা গেছে উৎসবের আমেজ। বাইচ দেখতে হাজারো মানুষের ঢল নামে করতোয়ার পাড়ে। বাইচে অংশ গ্রহণ করে রঙবেরঙের বাহারি নামের বেশ কয়েকটি পানশি নৌকা। নলুয়া একতা চ্যালেঞ্জার, কৈবর্ত্তগাতী একতা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস চিনাধুকুরিয়া, বাংলার বাঘ রেশমবাড়ী, আল মদিনা এক্সপ্রেস, স্বপ্নের তরী ভাইমারা, স্বাধীন বাংলা এগুলোর মধ্যে অন্যতম।
জারি সারি গান আর বাদ্যযন্ত্রের তালে তালে বৈঠা চালিয়ে নিজেদের দলকে বিজয়ী করতে বাইচালদের প্রাণপণ লড়াই চলে। স্থানীয় ওয়েস্টার্ন স্কুলের শিক্ষক আলমগীর হোসেন বলেন, ‘আজকের বাইচটি অনেক ভালো লেগেছে। নৌকাগুলোর হাড্ডাহাড্ডি লড়াই খুব উপভোগ করেছি।’
আয়োজক কমিটির সদস্য ও শাহজাদপুর পৌরসভার কাউন্সিলর আল মাহমুদ জানান, গত ১৪ সেপ্টেম্বর শুরু হওয়া এ নৌকাবাইচের আজ (বৃহস্পতিবার) তৃতীয় দিন। এ নৌকাবাইচের সেমিফাইনাল হবে ২৫ সেপ্টেম্বর। আর আগামী ২৯ সেপ্টেম্বর হবে ফাইনাল বাইচ। এ মৌসুমে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের জন্য পুরস্কার হিসেবে থাকবে দুটি ষাঁড় গরু। এ ছাড়াও মোটরসাইকেলসহ নানা পুরস্কার রয়েছে।