চট্টগ্রাম চিড়িয়াখানা
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১০ পিএম
চট্টগ্রাম চিড়িয়াখানা একটি পুরুষ জলহস্তী । প্রবা ফটো
চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রথমবারের মতো আনা হয়েছে একটি জলহস্তী। রংপুর চিড়িয়াখানায় রোমিও-জুলিয়েট নামের দুই বছর বয়সি এক জোড়া বাঘের বিনিময়ে ঢাকার জাতীয় চিড়িয়াখানা থেকে এক জোড়া জলহস্তী পেয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম দফায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামে একটি পুরুষ জলহস্তী আনা হয়। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে সঙ্গিনী জলহস্তীটিও চট্টগ্রাম চিড়িয়খানায় আনা হবে।
চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন শুভ বলেন, গত ১৯ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে রোমিও-জুলিয়েট নামের দুই বছর বয়সি এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হয়। এরপর গতকাল ১২ বছর বয়সি একটি পুরুষ জলহস্তী আনা হয়েছে। চট্টগ্রাম চিড়িয়াখানায় জলহস্তী আনার বিষয়ে ২০২১ সালের শেষদিকে মন্ত্রণালয়কে চিঠি দিয়ে এই উদ্যোগ নিয়েছিলেন চট্টগ্রাম চিড়িয়াখানার পরিচালনা পর্ষদের সভাপতি ও তৎকালীন জেলা প্রশাসক মোমিনুর রহমান।
সরেজমিনে গতকাল দেখা যায়, কুমিরের আগের জায়গায় নতুন করে তৈরি করা হয়েছে জলহস্তীর ঘর। দর্শনার্থী যারা আসছেন তারা একবার ঘুরে যাচ্ছেন সেই ঘরের সামনে দিয়ে। দুপুরে ক্লান্তিতে ঘুমাচ্ছিল জলহস্তীটি। ঘণ্টা দেড়েক পর ঘুম ভাঙল তার। মিনিট দশেক হাঁটাহাঁটি করার পর পাশে রাখা লাউ খেয়ে আবার ঘুমিয়ে যায় জলহস্তীটি। প্রাপ্তবয়স্ক এ জলহস্তীটির ওজন প্রায় ১৩০০ কেজি।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, সংযোজিত জলহস্তীটি জেলা প্রশাসকের পক্ষ থেকে চট্টগ্রামবাসীর জন্য উপহার।