× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতের আঁধারে ইউনিয়ন পরিষদ থেকে উধাও জব্দকৃত গাছ

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০২ পিএম

রাতের আঁধারে ইউনিয়ন পরিষদ থেকে উধাও জব্দকৃত গাছ

রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নে গত দুই বছরে রাস্তার পাশের চুরি হওয়া জব্দকৃত গাছ রাতের আঁধারে উধাও হয়ে গেছে। 

ইউনিয়ন সূত্রে জানা যায়, গত বছর ও চলতি বছর বাঘিয়া সিরাদহ, বিলনয়াবাদ ও মূলঘর এলাকা থেকে রাতের আঁধারে চুরি যাওয়া গাছগুলো জব্দ করে মূলঘর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে রাখা হয়। সাবেক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা জব্দকৃত গাছগুলো চেয়ারম্যান শেখ ওহিদুজ্জামানের তত্ত্বাবধানে রেজুলেশন করে তার হেফাজতে রাখেন। কিন্তু চেয়ারম্যানের হেফাজতে থাকা গাছগুলো কোথায় গেল তা কেউই সঠিকভাবে বলতে পারেননি। 

মূলঘর ইউনিয়নের বিলনয়াবাদ ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আরশাদ আলী বলেন, ‘গত তিন-চার দিন ধরে ইউনিয়ন পরিষদের পাশে রাখা গাছগুলো দেখা যাচ্ছে না। এ্যাতো গাছ কোথায় গেল তা বলতেও পারছি না, চেয়ারম্যান সাহেব ভালো বলতে পারবেন।’

রশরা গ্রামের রহমত কাজী ও আবদুল সাত্তার জানান, কয়েক দিন আগেও পরিষদের সামনে গাছগুলো দেখেছি, এখন আর দেখছি না।

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম, আক্কাস মণ্ডল বলেন ‘আমরা তো আর সব সময় ইউনিয়ন পরিষদে থাকি না। গাছগুলো চুরি হয়েছে না কেউ নিয়ে গেছে, কিছুই বলতে পারব না।’

মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ওহিদুজ্জামান জানান, ‘গাছগুলো অনেক দিন পড়ে থাকায় তা উই পোকায় নষ্ট করেছে, পচন ধরছিল তাই তিনি বিক্রি করেছেন।’

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমিন জানান, ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে কোনো কিছু রাখা হলে চেয়ারম্যান তা ইউএনওর অনুমতি ব্যতীত কিছু করতে পারেন না। গাছগুলোর কী হয়েছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা