× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনাগাজীতে অপহৃত ছাত্রী গাজীপুরে উদ্ধার, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫১ পিএম

সোনাগাজীতে অপহৃত  ছাত্রী গাজীপুরে উদ্ধার, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ফেনীর সোনাগাজী থেকে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে (১৭) গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অভিযুক্ত মো. ইয়াসিন নামে ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর)  দুপুরে অপহরণের তিন দিন পর উপজেলা শহরের একটি বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়।

গত সোমবার মাদ্রাসা থেকে পরীক্ষা শেষে ভাই ও চাচাতো বোনের সঙ্গে বাড়ি ফেরার পথে উপজেলার একটি এলাকা থেকে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় তার বাবা উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার ফয়েজ আহাম্মদের ছেলে স্থানীয় ছাত্রলীগ কর্মী মো. ইয়াসিন, তার সহযোগী সিএনজিচালক আবদুল খালেকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করেন। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অপহরণের শিকার ওই ছাত্রী উপজেলার স্থানীয় একটি মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে দীর্ঘদিন তাকে উত্ত্যক্ত করে আসছিলেন উপজেলার নাজিরপুর এলাকার ছাত্রলীগ কর্মী মো. ইয়াসিন। গত সোমবার সকালে পরীক্ষা দিতে ওই ছাত্রী তার ভাই ও চাচাতো বোনের সঙ্গে মাদ্রাসায় যায়। পরীক্ষা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে ছাত্রলীগ কর্মী ইয়াসিনসহ কয়েকজন তাদের গাড়ির গতিরোধ করেন। এ সময় তারা ওই ছাত্রীর ভাই ও চাচাতো বোনকে মারধর করে জোর করে অটোরিকশা থেকে তাকে নামিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।

এদিকে মামলার পর মঙ্গলবার দুপুরে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর এলাকা থেকে সিএনজিচালক খালেককে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাগাজী মডেল থানার এসআই মো. জাহিদ হাসান জানান, খালেকের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে মঙ্গলবার রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। কিন্তু সফল হতে পারেননি। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে বুধবার রাতে ইয়াসিনের অবস্থান নিশ্চিত হন।

পুলিশ কর্মকর্তা জাহিদ বলেন, বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলার শ্রীপুরের একটি বাসায় অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে বাঁধা অবস্থায় উদ্ধার ও ঘুমন্ত অবস্থায় ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ফেনী জেনারেল হাসপাতালে ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা শেষে তাকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করা হবে।

সোনাগাজী মডেল থানার ওসি মো. ইমাম হাসান বলেন, ইয়াসিনকে আজ আদালতে হাজির করা হবে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা