প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৯ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২২:১১ পিএম
সিলেটের কিনব্রিজ এলাকার সারদা স্মৃতি হলে সংস্কৃতিকর্মীদের ওপর হামলা করে দুর্বৃত্তরা। সংগৃহীত ফটো
সিলেটে নাট্যকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, নাট্যকর্মীদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
হামলার শিকার নাট্যকর্মীরা জানিয়েছেন, সিলেটের শতবর্ষী প্রাচীন সারদা স্মৃতি হল সংস্কারের পরে নতুন করে চালু করা এবং সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে তিন দিনব্যাপী নাট্য উৎসবকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চূড়ান্ত মহড়া চলছিল।
এ সময় একদল উচ্ছৃঙ্খল যুবক মহড়ায় নানা ধরনের বিঘ্ন সৃষ্টি করে। তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার কিছুক্ষণ পরই দুই-তিনশ লোক একসঙ্গে নাট্যকর্মীদের ওপর হামলা চালায়। এতে ১০-১৫ জন নাট্যশিল্পী আহত হন।
হামলার পরপরই উদীচীসহ সিলেটের সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা শহরে প্রতিবাদ ও বিক্ষোভ-মিছিল বের করেন। উৎসব আজ বিকালেই উদ্বোধন হওয়ার কথা ছিল।
দেশের জেলা-উপজেলা পর্যায়ে দীর্ঘদিন ধরেই মঞ্চে হামলা চালানো, অনুষ্ঠান চলার সময় শিল্পীদের ওপর হামলা, সংস্কৃতিকর্মীদের ভয়-ভীতি দেখানোসহ নানাভাবে সুস্থ ধারার সংস্কৃতিচর্চাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। বৃহস্পতিবারের হামলা তারই ধারাবাহিকতা বলে মনে করে উদীচী।
এসব কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তি দেশে অসাম্প্রদায়িক, মৌলবাদবিরোধী সুস্থ ধারার সংস্কৃতিচর্চাকে বাধা দিতে চায় বলেও মনে করে উদীচী। তাই নাট্যকর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।