× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারুণ্যের রোডমার্চ সরকার পতনের মধ্য দিয়ে শেষ হবে : গয়েশ্বর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪২ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৮ পিএম

সিলেট অভিমুখে তারুণ্যের রোডমার্চে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রবা ফটো

সিলেট অভিমুখে তারুণ্যের রোডমার্চে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রবা ফটো

তারুণ্যের যে রোডমার্চ শুরু হয়েছে তা সরকার পতনের মধ্য দিয়ে শেষ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট অভিমুখে তারুণ্যের রোডমার্চে যাত্রাপথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ’দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে তরুণ সমাজ আজ জেগে উঠেছে। শেখ হাসিনা সরকারকে আর কোনো অশুভ শক্তিই রক্ষা করতে পারবে না।’ এ আন্দোলন ডু অর ডাই বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বানিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ’সমস্ত দেশ আজ রাস্তায় নেমেছে। এখন তারা রাস্তা ট্রাক-বাস দিয়ে বন্ধ করে দিয়েছে। গায়েবি মামলা দিয়ে এসব বন্ধ করা যাবে না।’ 

তিনি বলেন, ’ইউরোপীয় ইউনিয়ন বলেছে তারা বাংলাদেশে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না, কারণ বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। আওয়ামী লীগ জনগণকে দেখাতে চায়, তারা বিপদ কাটিয়ে উঠেছে। কিন্তু তাদের বিপদ বাড়ছে।’

বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই উল্লেখ করে আমীর খসরু বলেন, ’নিরপেক্ষ সরকার ব্যতীত এখানে কোনো নির্বাচন হবে না। এটা তো বিদেশিরা সরাসরি বলতে পারে না। বিভিন্ন কথাবার্তার মাধ্যমে, তাদের পার্লামেন্টে রেজল্যুশনের মাধ্যমে, তাদের লোকজন এখানে এসে যে রিপোর্ট দেয় তার মাধ্যমে বিভিন্ন বিধিনিষেধ দিয়ে তারা এ কথা বলছে।’

এর আগে সকালে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কিশোরগঞ্জের ভৈরব থেকে রোডমার্চ শুরু হয়। রোডমার্চটি ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার হয়ে সিলেট গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী রোডমার্চের নেতৃত্ব দিচ্ছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা