রাজশাহী অফিস
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৪ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১৯ পিএম
রাজশাহী নগরীর মেডিকেল পাড়া এলাকা। প্রবা ফটো
রাজশাহীতে অ্যানেস্থেসিওলজিস্টদের ফি বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে অস্ত্রোপচার (অপারেশন) বন্ধের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল-মালিকরা।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে এই ধর্মঘট প্রত্যাহার করে নেয় রাজশাহী ক্লিনিক, হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী ইউনিট।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টের (বিএসএ) পক্ষ থেকে অ্যানেস্থেসিওলজিস্ট চিকিৎসকদের ফি বৃদ্ধির দাবি জানানো হয়। সেই দাবিকে অযৌক্তিক উল্লেখ করে রাজশাহী ক্লিনিক, হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী ইউনিট আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য প্রাইভেট ক্লিনিকে সব ধরনের অপারেশন বন্ধের ডাক দেয়।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্যের পরিচালক ডা. আনোয়ারুল কবীরের মধ্যস্থতায় এবং স্বাচিপের (স্বাধীনতা চিকিৎসক পরিষদ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলীর নেতৃত্বে রাজশাহী ক্লিনিক, হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী ইউনিট এবং বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্ট (বিএসএ) মধ্যে আলোচানর পর এই সিদ্ধান্ত জানানো হয়।
এদিন দুপুর থেকে বিকাল পর্যন্ত উভয় পক্ষের নেতাদের সঙ্গে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সেমিনার রুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃত্ব দেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী। তিনি বলেন, ‘উভয় পক্ষকে সঙ্গে নিয়ে আমরা বিষয়টি সমাধান করতে পেরেছি। উভয় পক্ষ তাদের নিজ নিজ অনড় অবস্থান থেকে নমনীয় হওয়ায় বিষয়টি সম্ভব হয়েছে।’
বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক, হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক মখলেছুর রহমান শাহ বলেন, ‘অ্যানেস্থেসিওলজিস্টরা তাদের দাবি থেকে সরে এসেছেন। তারা যে ফি চেয়েছিলেন তার থেকে কিছুটা কমে তারা রাজি হয়েছেন। আমাদের চাওয়াটাও এটাই ছিল।’
বিএসএ রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ডা. মো. খিজির হোসেন বলেন, ‘রোগীদের স্বার্থে আমাদেরকে আমাদের ফি বৃদ্ধির দাবি থেকে সরে আসতে হয়েছে। আমাদের নির্ধারিত দাবি মানা হয়নি। তবে বর্তমান ফি থেকে সামান্য কিছু ফি বৃদ্ধি করা হয়েছে। উভয় পক্ষ বসে আমরা সমঝোতাই এসেছি।’