× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেফাজত নেতাদের মুক্তির দাবিতে ২৮ অক্টোবর ওলামা মাশায়েখ সম্মেলন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৩ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৯ পিএম

সভা শেষে বক্তব্য রাখছেন মহাসচিব সাজিদুর রহমান। প্রবা ফটো

সভা শেষে বক্তব্য রাখছেন মহাসচিব সাজিদুর রহমান। প্রবা ফটো

কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি আগামী ২৮ অক্টোবর ঢাকায় জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। এ ছাড়া, দেশব্যাপী জেলা, উপজেলা ও মহানগর কমিটি গঠন করে প্রত্যেক জেলায় শানে রেসালত সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম ফটিকছড়িস্থ জামিয়া ইসলামিয়া আজীজুল উলুম (বাবুনগর) মাদ্রাসায় হেফাজতের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। সকাল সাড়ে ১০টা থেকে হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে আল্লামা সাজেদুর রহমান বলেন, ‘আমাদের সংগঠনের নেতাদেরসহ অনেক আলেম এখনও কারাবন্দী। আমরা তাদের মুক্তির দাবি জানাই সরকারের কাছে। এ ছাড়া, সব মামলা প্রত্যাহার করার দাবি জানাই। আগামী ২৮ অক্টোবর ঢাকায় এই দাবিতে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন করব আমরা।’

বৈঠকে উপস্থিত ছিলেন আল্লামা মুফতী খলিলুর আহমাদ কাসেমী, মাওলানা মাহফুজুল হক, আল্লামা সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা আবদুল আউয়াল, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতী হাবীবুর রহমান কাসেমী, মুফতি মোবারক উল্লাহ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা ফুরকানুল্লাহ, মাওলানা খোবাইব, মুফতী হারুন ইজহার, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা নাসির উদ্দিন মুনির, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতী মাসঊদুল করীম, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, এ্যডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা মাহবুবুল হক কাসেমী, মাওলানা জাকারিয়া নোমান, মুফতী কামরুজ্জামানসহ দুই শতাধিক নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা