ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৯ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৩ পিএম
কিশোরগঞ্জের ভৈরবে স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম জসিমের নেতৃত্বে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের কমলপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীদের যোগদান উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল।
অনুষ্ঠানে ভৈরব উপজেলা স্বেচ্চাসেবক লীগের তথ্য গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক রফিকুর ইসলাম জসিমসহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী বিএনপির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফের হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন। বিএনপির পক্ষ থেকে ফুলের মালা দিয়ে নেতাকর্মীদের বরণ করে নেওয়া হয়।
যোগদানকারী নেতাকর্মীরা হলেন- মো. হেলাল মিয়া, বিল্লাল মিয়া, লিটন মিয়া, শাহ হোসেন, সুমন মিয়া, গিয়াস উদ্দিন, জালাল উদ্দিন, জুয়েল মিয়া ও সাইমন।
জানা গেছে, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ১৫ জুলাই ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হেকিম রায়হান ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল স্বাক্ষরিত এক নোটিসে জসিমকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল বলেন, ’জসিম বিএনপিতে যোগদান করেছে শুনেছি। সে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক ছিল। দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই মাস আগে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। বর্তমানে স্বেচ্ছাসেবক লীগে তার কোনো পদ নেই।’