× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেহেরপুরে মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৩ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৬ পিএম

জেলা জজ আদালত, মেহেরপুর। প্রবা ফটো

জেলা জজ আদালত, মেহেরপুর। প্রবা ফটো

মানব পাচার মামলায় মাসুদ রানা নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন মেহেরপুর মানব পাচার দমন ট্রাইব্যুাল। একইসঙ্গে তাকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাকে আরও দুই বছর কারাগারে থাকতে হবে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. তহিদুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত মাসুদ রানা যশোরের অভয়নগর নওপাড়া উপজেলার ধোপাদি নতুন বাজার এলাকার বাসিন্দা। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম আসাদুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাতে তিনি জানান, মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের আকবর আলী মীরের ছেলে সইবুর রহমানকে ভালো বেতনে লিবিয়ায় চাকরি দেওয়ার আশ্বাস দেন মাসুদসহ কয়েকজন দালাল। ছেলে ও পরিবারের উন্নত ভবিষ্যত চিন্তা করে নজরুল তাতে রাজি হন। ইসলামী ব্যাংকের মাধ্যমে সাত লাখ টাকা দেন মাসুদ রানাকে। ২০১৪ সালের ১ জুলাই সইবুরকে তার বাড়ি থেকে লিবিয়ায় পাঠানোর উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যান মাসুদ। এরপর থেকেই ছেলের সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারেনি আকবর আলী মীর। নানাভাবে চেষ্টা করে ব্যর্থ হয়। মাসুদ রানার কাছ থেকেও কোনো সদুত্তোর মেলেনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আকবর আলী ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর মেহেরপুর মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে মুজিবনগর থানাকে তদন্ত করে আদালতে প্রতিবেদন জমার নির্দেশ দেন। পুলিশের তদন্তে উঠে আসে মাসুদ রানার সঙ্গে মানব পাচার চক্রের সম্পৃক্ততা। লিবিয়ার পাচারের কিছুদিন পর সইবুর মারা যায়। অবৈধভাবে লিবিয়ায় পাঠানোর কারণে তার মরদেহ দেশে ফিরিয়ে আনাও সম্ভব হয়নি।

মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬(২) ধারার অপরাধে মাসুদ রানাকে ওই শাস্তি দেন বিচারক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা