চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪৬ পিএম
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার গাজীপুর বারিকবাজার এলাকার মৃত ইসকত আলীর স্ত্রী খলেসা বেগম (৭০) এবং একই উপজেলার বাসিন্দা মৃত ধীরেনের ছেলে শ্রী ততন হরিদাস (৪০)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ দুপুর ১২টার দিকে কানসাটের পুসকুনি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ নিহত হন। তারা দুজনই সিএনজির যাত্রী ছিলেন। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্তের মর্গে পাঠিয়েছে।