× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর অনুদান পেল সড়কে ৪ স্বজন হারানো সেই পরিবার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৬ পিএম

প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক অনুদান তুলে দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। প্রবা ফটো

প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক অনুদান তুলে দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। প্রবা ফটো

ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত চারজনের সেই পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। অনুদান তুলে দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।

সম্প্রতি নিহতদের স্বজনদের হাতে প্রধানমন্ত্রীর তহবিলের আর্থিক অনুদান তুলে দেন তিনি।

নিহত চারজনের বাড়ি বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাইটকুমরা গ্রামে। নিহত স্ত্রী ও তিন সন্তানের অভিভাবক আলমগীর খান চেক গ্রহণ করেন।

গত ২৪ জুন ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কের মালিগ্রাম এলাকায় অ্যাম্বুলেন্সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ আটজন নিহত হন। এর মধ্যে একই পরিবারের ছিলেন চারজন। ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের সামনের চাকা ফেটে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে আগুন ধরে যায় অ্যাম্বুলেন্সে। দগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সের সাত যাত্রী ও চালকসহ মারা যান আটজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা