× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

চট্টগ্রামে ভোটের মাঠ গোছাচ্ছে ইসি

সুবল বড়ুয়া, চট্টগ্রাম

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৮ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৪৮ পিএম

চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়। ফাইল ফটো

চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়। ফাইল ফটো

সব ঠিকঠাক থাকলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। দেশের বড় দলগুলো এখনও পুরোপুরি ঐকমত্যে না এলেও সংবিধান অনুসারে যথাসময়ে নির্বাচন শেষ করতে মাঠ গোছাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরির পাশাপাশি চট্টগ্রামের ১৬ আসনের জন্য ভোটকেন্দ্রের তালিকাও প্রস্তুত করছে কমিশন। আগামী ২৪ সেপ্টেম্বর এসব ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা রয়েছে।

এ ছাড়া ভোটার তালিকা প্রস্তুত করে ২৮ অক্টোবর মাঠপর্যায়ে পাঠানোর উদ্যোগ নিচ্ছে কমিশন। এমনকি আসন্ন নির্বাচন সামনে রেখে নির্বাচন অফিসেও রদবদল করা হচ্ছে। 

জানা গেছে, চট্টগ্রাম নির্বাচন কার্যালয়ের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার তিনটি গুরুত্বপূর্ণ পদেও আসছেন নতুন মুখ। 

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচন কখন হবে সে বিষয়ে ইতোমধ্যে কমিশন ইঙ্গিত দিয়েছে। সেই অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে সম্ভাব্য ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করে খসড়া তালিকাও প্রস্তুত করা হয়েছে। ভোটার তালিকার কাজও সমানতালে এগিয়ে চলছে। আপাতত ভোটার স্থানান্তর বন্ধ রাখা হয়েছে। এক মাসের মধ্যে নির্বাচনী প্যানেল প্রস্তুত করে ভোট আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তফসিল ঘোষণার পরপরই সবকিছু চূড়ান্ত করা হবে।’

কমিশন সূত্রে জানা যায়, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানকে বদলি করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক ইউনুছ আলীকে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমানকে বদলি করে তার স্থলে ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারীকে পদায়ন করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইনের স্থলাভিষিক্ত করে পদায়ন করা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ এনামুল হককে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রামের ১৬ আসনে ২০১১টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। তালিকা আগামী ২৪ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এসব কেন্দ্রে ভোটকক্ষ রাখা হয়েছে ১৩ হাজার ৮৫৬টি। এর মধ্যে চট্টগ্রাম-১ আসনে ১০৬টি কেন্দ্রে ৭১৭টি কক্ষ, চট্টগ্রাম-২ আসনে ১৪২টি কেন্দ্রে ৯৮১টি কক্ষ, চট্টগ্রাম-৩ আসনে ৮৪টি কেন্দ্রে ৫২০টি কক্ষ, চট্টগ্রাম-৪ আসনে ১২৪টি কেন্দ্রে ৯৩৯টি কক্ষ, চট্টগ্রাম-৫ আসনে ১৪৬টি কেন্দ্রে ১ হাজার ৬১টি কক্ষ, চট্টগ্রাম-৬ আসনে ৮৪টি কেন্দ্রে ৭০৭টি কক্ষ, চট্টগ্রাম-৭ আসনে ১০৩টি কেন্দ্রে ৬৬২টি কক্ষ, চট্টগ্রাম-৮ আসনে ১৮৪টি কেন্দ্রে ১ হাজার ১৫৫টি কক্ষ, চট্টগ্রাম-৯ আসনে ১৪২টি কেন্দ্রে ১ হাজার ২টি কক্ষ, চট্টগ্রাম-১০ আসনে ১৪৮টি ভোটকেন্দ্রে ১ হাজার ৫৯টি কক্ষ, চট্টগ্রাম-১১ আসনে ১৫২টি ভোটকেন্দ্রে ১ হাজার ৬৬টি কক্ষ, চট্টগ্রাম-১২ আসনে ১০৭টি কেন্দ্রে ৭৩২টি কক্ষ, চট্টগ্রাম-১৩ আসনে ১১৮টি কেন্দ্রে ৮৩৩টি কক্ষ, চট্টগ্রাম-১৪ আসনে ১০০টি কেন্দ্রে ৬৭৬টি কক্ষ, চট্টগ্রাম-১৫ আসনে ১৫৭টি কেন্দ্রে ১ হাজার ৪৭টি কক্ষ, চট্টগ্রাম-১৬ আসনে ১১৪টি কেন্দ্রে ৬৯৯টি কক্ষ ভোটগ্রহণের জন্য চূড়ান্ত করা হয়েছে। 

উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে ইসির পাঠানো এক নির্দেশনায় বলা হয়, আগামী ২৮ সেপ্টেম্বর উপজেলা বা থানাভিত্তিক ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের জন্য জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে পাঠানো হবে। এরপর আগামী ২৮ অক্টোবর উপজেলা বা থানাভিত্তিক ছবিসহ ও ছবিছাড়া ভোটার তালিকা নির্বাচনী কাজে ব্যবহারের জন্য মাঠপর্যায়ে পাঠানো হবে। সবশেষে ২ নভেম্বর প্রতিটি নির্বাচনী এলাকার জন্য ছবিছাড়া হালনাগাদ ভোটার তালিকার সিডি প্রস্তুত করা হবে।

চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘ভোটকেন্দ্রের তালিকা প্রায় চূড়ান্ত। শিগগিরই এটি প্রকাশ করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্র, ভোটার তালিকা, নির্বাচনী প্যানেল প্রস্তুতিসহ নির্বাচনী নানা সরঞ্জামের চাহিদাপত্র প্রস্তুত করা নিয়ে এখন পুরো নির্বাচন অফিস ব্যস্ত সময় পার করছে। গত ১৪ সেপ্টেম্বর থেকে ভোটার স্থানান্তর কাজ বন্ধ রাখা হয়েছে। এখন শুধু ভোটার সংশোধনের কাজ করা হচ্ছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা