জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৫ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪৮ পিএম
প্রতীকী ছবি
জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের ৪ ঘণ্টা পর পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের আকন্দপাড়ার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই নারীর নাম গোলাপফুল বেগম। তিনি বাট্টাজোড় ইউনিয়নের আকন্দপাড়ার আবদুল করিমের স্ত্রী।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত ও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দিয়েছেন ইউএনও।
বাট্টাজোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার বলেন, গোলাপফুল বেগম শারীরিকভাবে অসুস্থ। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। বুধবার রাতে হঠাৎ নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের প্রায় ৪ ঘণ্টা পর বাড়ির পাশে পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।