সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ০৯:০৮ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩৬ পিএম
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
ইনচার্জ শরফুদ্দিন বলেন, রাস্তা পারাপারের সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকটি ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যান। ট্রাকটি জব্দ করা হয়েছে।
পুলিশ লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।