নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৭ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। প্রবা ফটো
দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করাই তারেকের লক্ষ্য বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘আমার মনে হয়, লন্ডনে বসে যিনি দেশ চালানোর চেষ্টা করছেন, তার লক্ষ্য রাজনীতি করা নয়। তার লক্ষ্য এই দেশটাকে অকেজো বা অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। একটি অকার্যকর রাষ্ট্র করার জন্য যে ধরনের নেতৃত্ব দরকার, উনি (তারেক রহমান) তাদেরকে বেছে নিয়েছেন। এই ধরনের লোকদের বেছে নেওয়ার কারণেই আমার মনে হয় ত্যাগী লোকেরা বিএনপি থেকে বেরিয়ে এসেছেন। এটাতো মাত্র শুরু হলো, বহু লোক এই দলের অপরাজনীতি থেকে বেরিয়ে আসবেন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ নিজস্ব গতিতে চলে। বিএনপি ভাঙল কি গড়ল, তাতে অওয়ামী লীগের কিছুই যায় আসে না। আওয়ামী লীগ দুটো জিনিসের ওপর ভরসা করে- এক সৃষ্টিকর্তা, দুই জনগণ।’
আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের কমান্ডার (পরিচালক) মো. রফিকুল ইসলাম। আরও বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, অতিরিক্ত জেলা প্রশাসক নুরনবী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোহাম্মদ নুরুল হুদা প্রমুখ।