বগুড়া অফিস
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ২২:১৫ পিএম
প্রতীকী ছবি
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় রিমন হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রিমন হোসেন ভাটগ্রাম ইউনিয়নের নিনগ্রামের আবু তালেবের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু রাকিবুল ইসলাম।
পুলিশের এই কর্মকর্তা জানান, বুধবার সন্ধ্যায় রিমন হোসেন ও তার বন্ধু রাকিবুল ইসলাম মোটরসাইকেল করে কুন্দারহাট থেকে নন্দীগ্রাম আসার পথে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে তারা। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর চিকিৎসক রিমনকে মৃত ঘোষণা করেন। আহত রাকিবুল হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওসি আব্বাস আলী বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’