× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জ নদীবন্দরের সাবেক টোল আদায়কারীর বিরুদ্ধে দুদকের মামলা

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫৬ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৮ পিএম

নারায়ণগঞ্জ নদীবন্দরের সাবেক টোল আদায়কারীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে নারায়ণগঞ্জ নদীবন্দরের তৃতীয় শ্রেণির এক কর্মচারী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে দুদক নারায়ণগঞ্জের সহকারী পরিচালক ওমর ফারুক বাদী হয়ে মামলা দুটি করেন। মামলার আসামিরা হলেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মচারী রফিকুল ইসলাম ও তার স্ত্রী শাহিদা বেগম। 

আসামিরা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চণ্ডীদাসদী গ্রামের স্থানীয় বাসিন্দা। তবে বর্তমানে নারায়ণগঞ্জ সদর উপজেলার আমলাপাড়ায় থাকেন।

মামলার বাদী বলেন, আসামি রফিকুল ইসলাম তৃতীয় শ্রেণির টোল আদায়কারী হলেও তার কোটি কোটি টাকার জমি রয়েছে। চলাফেরা করেন ৩২ লাখ টাকা মূল্যের গাড়িতে। ব্যাংক অ্যাকাউন্টেও আছে বিপুল পরিমাণ টাকা। এ ছাড়া ডকইয়ার্ডও আছে তার স্ত্রীর নামে। 

দুদক সূত্র জানায়, ২০২০ সালের ২৪ জুন দুদকে পৃথক সম্পদ বিবরণী দাখিল করেন রফিকুল ইসলাম ও শাহিদা বেগম। বিবরণীতে রফিকুল ইসলাম ১ কোটি ১৯ লাখ ৬১ হাজার ৫৪৩ টাকার ও শাহিদা বেগম ৫৮ লাখ ৭৮ হাজার ৯০০ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। এ ছাড়া রফিকুল ১ কোটি ৩৫ লাখ ৭৪ হাজার ৭৫১ টাকা মূল্যের সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জন করেন। 

দুদকের নারায়ণগঞ্জের উপপরিচালক মঈনুল হাসান রওশনী বলেন, ’প্রাথমিক তদন্তে সম্পদ বিবরণীতে তথ্য গোপন করা এবং অবৈধভাবে অর্জিত বিপুল পরিমাণ অর্থ ভোগদখল করার প্রমাণ পাওয়ায় মামলা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা