টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৩ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০০ পিএম
দ্যা বিজনেস স্ট্র্যান্ডার্ড পত্রিকার নিউজ এডিটর আবু সায়েম আকন্দের মাকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। প্রবা ফটো
টাঙ্গাইলের ভূঞাপুরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নিউজ এডিটর আবু সায়েম আকন্দের মাকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। গতকাল রাতে গ্রেপ্তারের পর বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতেরে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হলেন- সিরাজগঞ্জ সদরের পুনর্বাসন এলাকার মো. লাবু ও ভূঞাপুর পশ্চিমপাড়ার আল আমিন আকন্দ।
আজ পিবিআই কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইল পিবিআই পুলিশ সুপার সিরাজ আমিন।
তিনি বলেন, আসামিরা টাকার বিনিময়ে সুরাইয়া সুলতানার পরিবারে বিভিন্ন কাজ করে দিতেন। সেই সুবাদে আসামিরা জানতে পারেন বৃদ্ধা সুলতানা সুরাইয়ার কাছে টাকা আছে। সেই টাকা চুরি করতে গত ১৪ সেপ্টেম্বর রাতে আসামিরা বৃদ্ধার বাড়িতে যান। রাত ১২টার পর ঘরে প্রবেশ করলে সুলতানা তাদের দেখে চিনে ফেলেন। এ সময় তিনি চিৎকার করলে আসামিরা গামছা দিয়ে তার মুখে বেঁধে গলা কেটে হত্যা করেন। এরপর ঘর থেকে সাড়ে ১২ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যান তারা।
পুলিশ সুপার আরও বলেন, সাড়ে ১২ হাজার টাকা দুজনে ভাগ করে নেন ও মোবাইল দুটি লাবুকে দিয়ে দেন। লাবু সিরাজগঞ্জের সদরে একটি মোবাইল বিক্রি করে দেন। সেই মোবাইলের সূত্র ধরে প্রথমে লাবুকে ও পরে আল আমিন আকন্দকে চিহ্নিত করা হয়। মঙ্গলবার রাতে লাবুকে সিরাজগঞ্জের সদর ও আকন্দকে ভূঞাপুর সদর থেকে গ্রেপ্তার করা হয়। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খুন হওয়া সুরাইয়া সুলতানা ভূঞাপুর পশ্চিমপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আকন্দের স্ত্রী ও দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নিউজ এডিটর আবু সায়েম আকন্দের মা। গত ১৫ সেপ্টেম্বর সুরাইয়ার সুলতানার মরদেহ উদ্ধার করে পুলিশ।