ধামরাই (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪১ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৬ পিএম
গাজীখালি নদী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রবা ফটো
ঢাকার ধামরাইয়ে গাজীখালি নদী থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার নান্নার ইউনিয়নের কালিদাসপট্টি এলাকার গাজীখালি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল ফকির বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা নান্নার ইউনিয়নের কালিদাসপট্রি ব্রিজের পূর্বপাশে গাজীখালি নদীতে ভাসমান মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে নিহত ব্যক্তির কোনো নাম পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তবে এটি হত্যা না আত্মহত্যা তদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।