সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১৯ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৫ পিএম
মো. ডালিম প্রধান। প্রবা ফটো
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা মো. ডালিম প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে চৌধুরীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ডালিম প্রধান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানের বড় ভাই। তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং ৮ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি।
পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, বুধবার সকালে নাশকতা মামলায় ডালিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে একই দিন দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।