নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০১ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১২ পিএম
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট। ফাইল ফটো
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে ফতুল্লা থানাধীন কাশিপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর এলাকায় জার্জিজ কম্পোজিট নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. ফখর উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, ফতুল্লার নরসিংপুর এলাকার হারুনের ছেলে হায়দার ও ভোলাইলের গেদ্দার বাজার এলাকার শাহাবুদ্দিনের ছেলে মিলন। এর মধ্যে হায়দারের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী জার্জিজ ডাইং কারখানার আরেক শ্রমিক সাগর জানান, হায়দার ও মিলনের সঙ্গে তিনিও কারখানায় কাজ করছিলেন। হঠাৎ জেনারেটর রুমে একটি পাইপ বিস্ফোরণ হয়। এতে হায়দার ও মিলন দগ্ধ হন। প্রথমে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠান। তিনি বলেন, হায়দারের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তবে মিলন আশংকামুক্ত।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বলেন, ‘খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার স্টেশন ও ফতুল্লা ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে যান। তবে তারা যাওয়ার আগেই লোকজন নিজেরাই আগুন নিভিয়ে ফেলে। ধারণা করছি, কারখানাটির জেনারেটর রুমের গরম বাতাস বাইরে বের হওয়ার জন্য ব্যবহৃত পাইপ লাইন থেকে বিস্ফোরণ হয়েছে।’
ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম খান বলেন, কারখানাটির জেনারেটর রুমের গরম বাতাস বাইরে বের হওয়ার জন্য ব্যবহৃত পাইপ লাইন থেকে বিস্ফোরণ হয়েছে বলে জেনেছি।