রংপুর অফিস
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০৩ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৯ পিএম
হিমাগারে আলু মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে দুজনকে আটক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো
রংপুর নগরীতে হিমাগারে আলু মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে হিমাগার কর্মকর্তা ও এক ব্যবসায়ীকে আটক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর আরমান হিমাগারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের আটক করেন।
আটক দুজন হলেন- নগরীর উত্তম হাজীরহাটের আরমান হিমাগারের মহাব্যবস্থাপাক (জিএম) লেবু মিয়া ও আলু ব্যবসায়ী রাসেল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শনিবার থেকে দেশের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে আমরা হিমাগারে নানা অনিয়ম দেখতে পেয়েছি। রংপুরের আরমান কোল্ড স্টোরেজে ২ লাখ ১০ হাজারের মত বস্তা রয়েছে। হিমাগারে যে পরিমাণ আলু মজুদ করা যায়, তার অর্ধেক আলু এখনও রয়েছে। হিমাগার থেকে আলু ছাড়ের যে হার দেখছি এমন চলতে থাকলে অর্ধেক আলু হিমাগারেই পঁচে যাবে। তারা বাজারকে জিম্মি করে ১৫ টাকা বেশি মূল্যে বিক্রি করছে।
তিনি আরও বলেন, সিন্ডিকেট চক্রের ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরির কথা স্বীকার করেছেন। তারা কৃষকদের কাছ থেকে ৮ থেকে ১০ টাকায় আলু কিনেছে। আলু হিমাগারে নিয়ে যাওয়াসহ খরচ যুক্ত করলে আলুর মূল্য ১৮ টাকা হয়। সেই আলু এক-দেড় মাস আগে ২৩ থেকে ২৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কিন্তু হঠাৎ করেই দেড় মাসের মধ্যে ৩৬ থেকে ৩৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমাদের এসব চক্রের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
সংস্থার মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে আলুর কৃত্রিম সংকটের জন্য হিমাগার কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ীদের যোগসাজসের বিষয়ে প্রাথমিক সত্যতা পায় সংস্থাটি। আটক দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হাজীরহাট থানায় নিয়ে যাওয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামসহ ভোক্তা অধিকারের কর্মকর্তারা।