বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১২ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৩ পিএম
বরগুনার বেতাগীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অফিসে বসা জুয়ার আসর থেকে সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে আটকের কথা জানিয়েছে বরগুনা ডিবি পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিআরডিবির বেতাগী উপজেলা অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- বেতাগীর ঝোপখালী এলাকার বাসিন্দা ও বেতাগী সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফাহরিয়া সংগ্রাম আমিনুল, একই এলাকার ইউনুস, উত্তর বেতাগীর জসিম উদ্দিন, দক্ষিণ বেতাগীর শাহ জালাল এবং কেওড়া বুনিয়া এলাকার তোফাজ্জল হোসেন।
অভিযানে তাদের কাছ থেকে ২৮ হাজার ২৪০ টাকাসহ তাস জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ওসি আনোয়ার হোসেন।