বরিশাল অফিস
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪৪ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫৪ এএম
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার এক্স-রে বিভাগে এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে রোগী ও স্বজনরা ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল বিভাগের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে এক্স-রে বিভাগের একটি বৈদ্যুতিক বোর্ডে আগুন জ্বলতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কেউ হতাহত হয়নি।
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক তার অথবা কোনো গোলযোগ থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।’
ক্ষয়ক্ষতি নিয়ে হাসপাতালের পরিচালক এইচএম সাইফুল ইসলাম বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আসার পর আমাদের ইঞ্জিনিয়ারসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি এসি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইলেকট্রিশিয়ানরা কাজ করছেন।’
তিনি আরও বলেন, এ ঘটনায় কারও দায়িত্ব পালনে অবহেলা রয়েছে কি না খতিয়ে দেখা হবে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।