ভিজিএফের চাল আত্মসাৎ
মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৭ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ০১:২০ এএম
অভিযুক্ত চেয়ারম্যান মাফুজুর রহমান। প্রবা ফটো
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে করা মামলায় চান্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার কিশোরগঞ্জের সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদক কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী।
অভিযুক্তরা হলেন চেয়ারম্যান মাফুজুর রহমান, প্রাক্তন ইউপি সচিব মসিউল আলম, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শফিউল আলম ভুঞা, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মজিবুর রহমান, চান্দপুর এলাকার বিচ্যুত মিয়া, বড়পাড়া গ্রামের আব্দুর রহমান, মদিনাছপাড়া গ্রামের মো. সজিব ও শরীফ মিয়া।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, চান্দপুর ইউপি চেয়ারম্যানের নামে বরাদ্দকৃত ৪৭ বস্তা (২৩৫০ কেজি) ভিজিএফের চাল পরস্পর যোগসাজশে আত্মসাৎ করায় জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক নজরুল ইসলাম গত বছরের ২৪ জুলাই মামলা করেন। তদন্তকালে চাল আত্মসাতের সঙ্গে উল্লিখিত আটজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। কিশোরগঞ্জে দুদকের করা কোনো মামলার এটিই প্রথম অভিযোগপত্র বলেও জানান দুদকের এই কর্মকর্তা।