× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় অবৈধ উপায়ে আলু মজুদ, আটক ৩

বগুড়া অফিস

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২১ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৯ পিএম

বগুড়াতে অবৈধ উপায়ে আলু মজুদের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। প্রবা ফটো

বগুড়াতে অবৈধ উপায়ে আলু মজুদের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। প্রবা ফটো

বগুড়ার শিবগঞ্জে অবৈধভাবে হিমাগারে আলু মজুদ এবং চড়া দামে বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জের মোকামতলা কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। তিনিই প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের চাকলমা গ্রামের রিপন মিয়া, দেউলী ইউনিয়নের ভরিয়া গ্রামের শাহআলম ও পিরব ইউনিয়নের দাইমোল্লা গ্রামের জাহিদ হাসান।

এএইচএম সফিকুজ্জামান বলেন, ‘গত দেড় মাস ধরে আলুর বাজার অস্থিতিশীল রয়েছে। এই অপতৎপরতা থামাতে ও আলুর দাম সহনীয় পর্যায়ে রাখতে সারা দেশে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিন আরএন্ডআর কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়েছে। তারা হিমাগারে অবৈধ উপায়ে আলু মজুদ রাখা ও বেশি দামে বেশি দামে আলু বিক্রির কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযানে জেলা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা